রবিবার, ২১ জুন, ২০২০

শ্রাবণী গুপ্ত





শ্রাবণী গুপ্ত

এসব বিষন্ন দিনে

এসব বিষন্ন দিনে
আমি কতবারই না জলে হাত লাগাই
কাজ করি, হাঁড়িতে চাল তেমনি ফুটছে যদিও
আমি কি বিষাদ কিনেছি চড়া দামে?
যে বিদেশি ঝড় বয়ে যাচ্ছে চেনা শহরের বুকে,
তার কাছে কি শিখে নিচ্ছি নুইয়ে পড়া কাকে বলে?
এসব বিষন্ন দিনে
বারোয়ারি ছেলেরা চাল-ডাল-তেল তুলে দেয়,
কাজ করে, মুখোশের আড়ালে যদিও,
আমরা কি বঞ্চনা কিনেছি চড়া দামে,
যে প্রতিবেশী দেশ আজ ফুৎকার ওড়াচ্ছে,
তার কাছে কি শিখে নিচ্ছি প্রতারণা কাকে বলে?
এসব বিষন্ন দিনে
এত যে বিষাদের আনাগোনা,
এ ভাবে কতটা এগিয়ে যাওয়া যায়
কী দিয়ে শানবে অস্ত্র আগামী দিনের?
যতবার বসিয়েছি থাবা, প্রকৃতি হারেনি
বরং দিনে দিনে চড়িয়েছে পারদ প্রতিশোধের,
আছে এখনও সময়, শান্ত হও,
ক্ষমা চাও, পৃথিবীকে ভালবাসো ।