শীর্ষক
বন্দ্যোপাধ্যায়
ক্রান্তিকাল
এ এক অচেনা মৃত্যুর
প্রহর গুনছে সভ্যতা-
গভীর অস্তিত্বসংকটের
ক্রান্তিকাল উপস্থিত যেন,
পৃথিবীর সব সুর থেমে
গেছে
তারকাটা যন্ত্রনার
অনুসঙ্গে-
সব রঙ মুছে গিয়ে
উন্মোচিত ধূসর এক
বিবর্ণ ক্যানভাসের প্রেক্ষিত-
আমি শ্রান্ত প্রাণ
এক
একা এই মৃত্যুমিছিলে
সামিল -
এ খর দ্বীপ্রহরেও
নির্নিমেষ শোকাহত মৌন নক্ষত্রেরা
পা মিলিয়েছে এই
ধ্বংসের আবহে-
বুকের অনেক গভীরে আজ
শুয়ে আছে
সারিবদ্ধ পচা লাশ কফিনবন্দি হয়ে-
দিগ্বিদিকে
পরিব্যাপ্ত দূর্গন্ধ-
সভ্যতার মিনার আজ
রক্তাক্ত
উল্লাসরত শকুনের
ধারালো নখের আঁচড়ে।
তবু এখনও জারি আছে
এক অসম লড়াই,
ঘন মেঘে ঢাকা অশুভ
এই অস্হির পটভূমিকায়,
মারন-ভাইরাসের
বিরুদ্ধে— সম্মুখসমরে।
তবু এ গ্রহে এখনও
জীবনের মায়াবী হাতছানি,
ভালবাসার
ল্যান্ডস্কেপে
এখনও সম্পর্কের
নুড়িপাথরের টুংটাং জলতরঙ্গ-
জানি, এ আঁধার সাময়িক,
জানি, মহাতমসার উৎস থেকে
উৎসারিত হবে আবার-
আলোকের অনির্বান
ঝর্ণাধারা-
আমি যে শুনেছি-
খরস্রোতা জীবনের
প্রতিধ্বনি,
নিস্তব্ধ এই
মৃত্যুসরনীতে।।