রবিবার, ২১ জুন, ২০২০

সঞ্জয় কর্মকার


সঞ্জয় কর্মকার

বুকের ভিতর জ্যোৎস্না তবু...

আগুন-পাহাড় ডাইনে এবং বাঁয়ে
উপত্যকায় জমছে কত শব
বিপন্নতার মেঘ ঢেকে দেয় নদী
দু-কূল ভাসায় আর্তকলরব।

মনখারাপের রোদ ভরেছে ঘর
কৃষ্ণচূড়ায় ধূসর রঙের শোক
উঠোন জুড়ে শ্বাপদদের ভিড়
প্রাণের খোঁজে ব্যাকুল দুটো চোখ।

সন্ধ্যা প্রদীপ হয়নি তো আজ জ্বালা
চতুর্দিকে শ্মশান- ভূমির রাত
চিলেকোঠায় কালপেঁচাদের সুখ
ত্রস্ত তুমি খুঁজছ আমার হাত।

বুকের ভিতর জ্যোৎস্না তবু জমে
ঝুমকোলতা ছড়ায় যদি মায়া
গৃহস্থালি সাজাই প্রতিদিন
দূর চলে যায় অমোঘ মৃত্যু- ছায়া।