রবিবার, ২১ জুন, ২০২০

গৌতম রায়


গৌতম রায়

মৃত্যুবাণ সন্ধান

শত্রু এলে  আসে যুদ্ধ
এখন পি পি ই যথেচ্ছ দরকার
দরকার র‍্যাপিড টেস্ট
বাংলাসাহিত‍্যর ইতিহাসে অন্ধকার যুগ পড়েছিলাম
বৈদেশিক আক্রমণে হতচকিত বাঙালি
সেদিন আত্মরক্ষাতেই ব‍্যস্ত ছিলো বেশি
আজও তাগিদ চাহিদা না থাকায়
চাষী ফেলে দিচ্ছে মাঠের ফসল

প্রবাসী বাঙালি অনূঢ়া মেয়েটি এসেছে নয়ডা থেকে
মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে বেনারসি কিনবে বলে
লকডাউনে পিছিয়ে গেল সময়
বেনারসিরও কনে সাজা হলো না
একটি সম্বন্ধ জিইয়ে রেখেছে অ্যান্ডরয়েড মোবাইল

আমি ছাদের অন্ধকারে বসে দেখি
মেঘ করেছে আকাশ জুড়ে
মাঝে মাঝে ঝলসে উঠছে তলোয়ার
আমার সর্বাঙ্গ অন্ধকারে ডুবে থাকলেও
পড়োশি বাড়িগুলি থেকে ঠিকরে পড়ছে আলো
এ আলোর গতি নেই গুমোটে
করে আছে হ‍্যাং
পরীক্ষার্থীরা অসমাপ্ত পরীক্ষায় আছে থমকে

খোলা আকাশে দুহাত তুলে হাসলে
আততায়ী পিছু নেয়
আমি দেখি যায়মানতা কেমন ইতিহাস হয়ে যায়
রেল লরি বিমান বাস কারখানার অটোমোবাইল
সব চাকা হঠাৎ যেন হারিয়ে ফেলেছে প্রাণ
কেউ কেউ হারিয়ে ফেলেছে গন্তব্য
আমরা এখন মুখোশধারী হলেও দেশ পৃথিবী
মানুষের অন্ধকার যুগকে আলোয় আলোয় গতি দান করতে
এখন সন্ধান করছে
করোনার মৃত্যুবাণ ।