তৌফিকুল ইসলাম
চৌধুরী
একটি অণুজীব
একটি মাত্র বিধ্বংসী হন্তারক
অণুজীব,
কী দ্রুতলয়ে প্রবল শক্তিমত্তায়
দেহ থেকে দেহে শত কোটি
ঘাতক হয়ে পরিভ্রমণরত! কোলাহল
জটলায় দ্রুত হয় তার গতি।
এদেহ ওদেহ ছুঁয়ে দ্রুত দেয়
দৌড়।
এভাবে দেহে দেহে, ঘরে ঘরে,
দেশে দেশে ঘুরে তার আগ্রাসী রথ।
বজ্রশাসনে তার সমাজবদ্ধ মানুষ, সঙ্গ
নিরোধ দিনে অবিরাম কার্ফ্যু'য় মুহ্যমান,
কখন ছুঁয়ে যায় হন্তারক জীব?
হাট- বাজার, অফিস- আদালত, প্রার্থণালয়
কোথাও মানুষ নেই। একটি অচেনা
অণু
প্রতিনিয়ত প্রবল দাপটে তাড়িয়ে
বেড়ায়,
কোথাও কোলাহল নেই,নেই যন্ত্রের
ঝনাৎকার,
সবখানে সুনশান নীরবতা, বিচ্ছিন্ন সবাই--
যেন অচেনা নক্ষত্রে নির্জন
বসতি।।