রবিবার, ২১ জুন, ২০২০

জবা ভট্টাচার্য


জবা ভট্টাচার্য

নির্বাসন

কতো কথা  বাকি রয়ে গেলো ------
কতো কথা  কান্না  হয়ে  ঝরে--------
অকথিত কতো  কথা
বুকে  জমে  পাথর,
মাথা  কুটে  মরে
কতো  প্রিয়  সুর।

চেনা মুখগুলো  সব পর হয়ে যায়---
ভরসার  হাতগুলো  একা  ফেলে
দূরে  সরে যায়।

অচেনার  অন্ধকারে ভেসে যায়
সময়ের শব,
হয়েছিল  এতোদিন যতো স্মৃতি,

যতো কথা সব।
ভার জমে,  বড়ো ভার, নিদারুণ  স্তব্ধতা
ক্লান্ত চিলের ডানায় লেখে অপার নিঃসঙ্গতা।

ঝড়  আসে  বুঝি    খানখান
সাজানো  বাগান-----
তবু  মেনে  নিতে  হয়  সময়ের
কঠিন  শাসন।