রবিবার, ২১ জুন, ২০২০

হরেকৃষ্ণ দে


হরেকৃষ্ণ দে

পথ

একটা পথ আমার বাড়ি যাওয়া
একটা পথ বাড়ি থেকে আমার যাওয়া
আমি পথ বললেও
তোমরা হয়ত বলবে এটা ঠিক পথ নয়
আমি আমার মধ্যে পথ হারায়

কখনও ভাবি পথ কি কখনও আমাদের হারাবে না
শুধু আমরাই পথ হারবো

আজ দরজা বন্ধ একটা সময়
যেন ঘন্টা, মিনিট আর
দিনগুলোর চামড়া ফেটে খসখসে হয়ে যাচ্ছে

শুধু একটা পথ খুঁজছি আমরা সবাই
গোটা একটা দেশ
এমনকি সারা বিশ্ব

আমাদের কাছে যেন আর কোনো পথ নেই
তবুও যে পথে আমরা ঘরবন্দি
যে পথে মেনে চলছি লকডাউন
যে পথে শুধু জীবনযুদ্ধ

সব পথ ভুলে
সব অহংকার ভুলে
সব আমার ভুলে

পথে বসেছি করোনার থাবায়
হয়তো আবার পথের সন্ধান পেয়ে
নতুন পথে হাঁটবো  পৃথিবী শান্ত হলে...