তুলসীদাস ভট্টাচার্য
অসময়ের কবিতা
অবশ আঙুল
করোটির ভেতর মৃত
শব্দকোষ
কবরের মাটি ছুঁয়ে
শপথ নেবার কিছু নেই
আজ
কে এনে দেবে
বিশল্যকরণী !
অন লাইন সোশ্যাল
মিডিয়ায় চলছে গাবান
যে যতটুকু পারছে ভরে
নিচ্ছে ঝুলিতে
কাদামাখা চোখে মৃত
মাছের আঁশ
হেঁটে গেছি পচনের
রাস্তা ধরে
পরিত্যক্ত ডাকবাক্স, এটিএম
নেড়ি কুত্তার মত
কুঁইকুঁই করে ডোবারম্যান
জলঢোঁড়া সেও ছোবল
মারে
পাখিদেরই ডানামেলা
আকাশ
ক্যানভাসে মৃত
মানুষের স্তুপ
আস্তে আস্তে জেগে
উঠছে পৃথিবী
গণিতজ্ঞ হিসাব কষে
পৃথিবীর আয়ু
এখনও অনেক নক্ষত্রের
আলো পৃথিবীতে এসে পৌঁছায় নি
হয়তো আর কোনদিনই সে
আলো
স্পর্শ করবে না
পৃথিবীর মাটি গাছপালা।