রবিবার, ২১ জুন, ২০২০

সায়নী ব্যানার্জী


সায়নী ব্যানার্জী

লড়াই কথা

আগলে রাখা বিশ্বের কোল
আতঙ্কে আজ নিদ্রাহীন-
পিছু ধাওয়া করে মৃত্যুর ডাক
বাঁচার লড়াই খুব কঠিন l

ঘর বন্দি জীবনগুলো
ণ্ডী পেড়োয় জিজ্ঞাসা,
যাওয়ার পা সামনে এগোয়
অপেক্ষার ভাঁজ ফেরত আসা l

দু মুঠো ভাত চাহিদা যাদের,
ভাবায় না তাদের মৃত্যু ভয়-
বৈষম্যের ভীষণ দাপট
রোগের কাছে বিবেচ্য নয় l

প্রশ্ন চিহ্ন সবার কাছে,
উত্তরের খোঁজ রাত্রি দিন-
হাতের করি ক্লান্ত ভীষণ
গুনতে সময় বন্দীহীন l

লড়ছে সবাই অবিরত,
সময়ের সাথে নিজের তালে-
নতুন ভোরের আগমনী আজ
লিখছে মানুষ গল্প ছলে ll