রবিবার, ২১ জুন, ২০২০

পারমিতা বসু


পারমিতা বসু

দুঃসময়

অদ্ভুত এক অসময় আজ
পৃথিবীর বুক চিরে
কায়াহীন মৃত্যুর ছায়া।
যে মন ছুঁয়ে যেত
হৃদয়ের গভীরে,
যে স্পর্শ বদলে দিতো
দুটি চোখের ভাষা,
অজানা আশঙ্কার ক্রন্দন সেখানে।
স্বপ্নগুলো হলুদ পাতার মত
গিয়েছে দূরে সরে।
পর্ণমোচীর মত ঝরে গেছে
আগামী দিনের আশ্বাস।
থমকে গেছে পৃথিবী সীমিত পরিসরে।
বিচ্ছেদের যন্ত্রণা ও
নিস্তব্ধ হাহাকারে
মাথা কুটে মরে।
জানি একদিন
কেটে যাবে,এ দুঃসময়
প্রতীক্ষার প্রহর গুনে গুনে।