শাশ্বতী গোস্বামী
সময়ের পরিহাস
ভালো আছে জল -মাটি বনানীর সুবাতাস
ভালো নেই স্পর্ধীত আধুনিক পরবাস।
ভালো আছে তটিনী সুললিত ছন্দে
ভালো নেই সভ্যতা নাগরিক স্পন্দে।
ভালো আছে আজ দেখি হরিণ আর মধুকর
ভালো নেই জুটমিলে কাজ করা শশধার ॥
ভালো আছে রোদজ্বলা দুপুরের শুনশান,
ভালো নেই দিনআনা -দিনখাওয়া সলমান ॥
ভালো
আজ পথ-ঘাট ধুমহীন সুবাসে
শিশুরা তো ভালো নেই বদ্ধ এ আবাসে॥
ভালো আছে ব্রততী নিমলাজ পরশে
ভালো নেই স্কুলবাড়ী শিশুদের হরষে ॥
ভালো আছে কুহু -কেকা বিহগের পতপত
ভালো নেই অভাবের হাঁড়িটার হিম্মত !
ভালো আছে পারিজাত নির্জন সংসার,
ভালো নেই আজকের পৃথিবীর রোজগার।
ভালো আছে শব্দেরা, স্তব্ধের জগতে -
ভালো নেই ধানখেত মহামারী এড়াতে।
ভালো আছে ব্যাঙ আর ঝিঁঝিদের কলতান
ভালো নেই কবিতারা, সুর, তাল, লয়, গান !
ভালো আছে চাঁদতারা আকাশের প্লাস্টার
ভালো নেই ভালোবাসা -অভিমান মুখভার।
" ভালো
নেই " থেকে পেতে, চাইছি তো নিস্তার!
"মারী
"শেষে কলরব ফিরে এসো আরবার?
"ভালো
থাকা "ফুরিয়েছে পাল্টেছে ইতিহাস,
আজ যেন ভালো থাকা সময়ের পরিহাস ! !