রবিবার, ২১ জুন, ২০২০

শুভ্র নীল চক্রবর্তী


শুভ্র নীল চক্রবর্তী

নিষিক্ত নেমেসিস

অসময়ের মেঘ - কুয়াশার পণ
মনখারাপের বৃষ্টি ঝরে পড়ে
সমাজের মৃতদেহ শত
কলিযুগের অষ্টধাতু গড়ে।

রাজা নামছে লোক হাসাতে
যুদ্ধসুখের উল্লাসে
পরমাণুর মুখোশ পড়ে শ্রমিক
সারারাত ভীষণ ঝড়ের আহ্লাদে।

ক্রমান্বয় শত ব্যবধানে
এক আকাশ মৃত্যু ভিজে হাসে
অদৃশ্য মহাবিশ্বের ক্ষত
দাবানল সহজাত হয়ে বাঁচে।

সোমে উঠছে অমঙ্গল
অশ্বমেধ ছায়াপথে
সারাদিন রাত্রি কেটে শবর
ব্যাধির দ্রাঘিমা আঁকছে চাঁদে।

মহামারী আবার আসছে রাতে
দূর্ভিক্ষ প্রাতরাশের পরে
সমাজের মনখারাপ যত
অসময়ের মেঘ - কুয়াশায় মরে ।।