শ্রাবণী সিংহ
কোয়ারেন্টাইনের
চূড়ায় বসে
লেবুপাতা একটুখানি
ঘষে নিলে,
হাতের
শিরায় অর্ধেক দিন
তার গন্ধ লেগে থাকত
এখন ভেষজ
স্যানিটাইজারের অপ্রস্তুত গন্ধ
লেগে থাকে শিয়রে...
ফেনায় ডুবে কি
মৃত্যু ঠেকানো যায় ?
ভয়ংকরের মধ্যেই
সীমাবদ্ধ রয়েছি
কোয়ারেন্টাইনের
চূড়ায় বসে একা যাপনের নিভৃতঘর...
বেখাপ্পা আসবাবের
গুমড়ে মরা
স্বগতোক্তি ধ্বনিত
হয় নিশ্চুপ দেয়ালে
কাহিনী হয়ে ওঠে
জীবনযন্ত্রণা
হাতে কলমে কেউ
লিখিয়ে নেয়
বাকি সব মিছে...মি
ছে
ষোলোআনা