আবদুস সালাম
ঐ দেখ সূর্য উঠছে
প্রসব যন্ত্রণাগুলো
ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল মা
স্যাঁতসেঁতে উঠোনে
তার জমা হচ্ছিলো প্রতিদিন
আমি চিৎকার করছি
প্রাণপণে অথচ কেউ কানে কথা তুলছেও না
শুনশান রাস্তা
ছুটছি তো ছুটছি
গন্তব্যটাও ছুটছে ততো জোরে
কুকুরেরাও পাল্লা
দিয়ে ঘেউ ঘেউ করছে সমানতালে
সভ্যতার আদিম
উল্লাস ধেইধেই করে নাচে
সবে যখন অগভীর
আনন্দগুলো পসরা নিয়ে বসেছে
অমনি সূর্যহীন একটা
দেশে বাঁধা পড়লো আমাদের হৃদয়
নির্বিকার
সন্ধ্যারা আঁকলোকচুরিপানার চাঁদ
উৎসাহ গুলো হুডখোলা
গরুর গাড়িতে চাপবে বলেছেন ধরেছে বায়না
জীর্ণ ব্রিজে
শূন্যতা আছে লেপ্টে
আমরা পার হচ্ছি
দুঃখের নদী
দুঃখের আলো জ্বলছে
দিগন্তের ওপারে
মৃত মানুষেরা মিছিল
করছে ন্যায্য দাবি আদায়ের
ওরা ও লড়ছে
সীমান্ত রক্ষীর
হাতে গুলিবিদ্ধ শিশু
রাস্তার মোড়ে মোড়ে
টহলরত পুলিশ
অস্তিত্ব বিহীন
হরতাল
পার
হচ্ছি নড়বড়ে সেতু দিয়ে
মায়ের ছুঁড়ে ফেলা
যন্ত্রণাগুলো লুফে নিলাম একে একে
শূন্য মাঠে হো টি টি ডেকে চলেছে
রাতের পাখিরা ডানা
ঝাড়ছে আসন্ন ভোরের অপেক্ষায়
আঁধারের জরায়ু
ছিঁড়ে বেরিয়ে আসছে রক্তিম সূর্য
একটা সুন্দর সকাল
ডানা মেলে উড়ে আসবে দেখ---