নাসির ওয়াদেন
অনন্তের পথ চলা
দেখছি, পথ কাঁদতে কাঁদতে
হেঁটে যাচ্ছে
কতবার বলেছি কেঁদোনা
ব্যথা
তবুও অরণ্য গিলে
খাচ্ছে শরতের মেঘ
আমার ভোরের হাওয়া
তখন কাগজ কুড়োচ্ছে
কতদিন ফুলকে বলেছি
ঝরে যাস নে
ফুল ততবেশি পাপড়ি
মেলে ধরছে হাতে
সুগন্ধে আমার দুহাত
ভরে দুর্ভিক্ষ হাঁটছে
করুণা থেকে থেকে
ময়ূরীপুচ্ছ তুলে নাচছে
মৃত্যুর মিছিল
হাঁটতে হাঁটতে উপত্যকা চিবায়
মহামারী অরণ্যে
শ্বাপদ খোঁজে,
বিবর্ণ
তল্লাশি
অদৃশ্য ভাইরাস
শক্তিহীন করে দৃশ্য জাতিকে
অথচ কিছু করার নেই, কত অসহায় স্বদেশি
পরীক্ষা বললে বলি
কার কালির আঁচড় শিল্পিত করে
রূপ আর সৌন্দর্য
আমার অনন্তের পথে গড়িয়ে পড়ে