চন্দ্রানী মিত্র বসু
ঠিক হবে একদিন ..
ঠিক হবে একদিন সব
ঠিক হবে
মৃত্যু জীবনের পাশে
মাথা যে ঝোঁকাবে
থেমে থাকা পথ চলা
জানি শুরু হবে
সকালের সূর্য ঘুম যে
ভাঙাবে.
বাদল রাতের শেষে
জানি ভোর হবে
থেমে যাওয়া এ জীবন
গতি ফিরে পাবে
নিরাশার গান যত
সুদূরে হারাবে
মানো আর নাই মানো,সব শেষ হবে
ঠিক হবে একদিন সব
ঠিক হবে..
দূরে থাকো ক্ষতি নেই
বেঁধে বেঁধে থেকো
কাছে আসা ভুলে যাও
শুধু মনে রেখো
ফুটবে আবার ফুল
ঝর্ণার গানে
খুঁজবে আবার তুমি
অজানা সে টানে..
ভাষাহারা কবিতা জানি
ভাষা পাবে ..
সোনালী সকালের
কাছে এ'রাত হারাবে
ঠিক হবে জানি আমি সব
ঠিক হবে