রবিবার, ২১ জুন, ২০২০

শীলা বিশ্বাস


শীলা বিশ্বাস

দেশ

জ্যোৎস্না ধোয়া মাঠে

মহাকাল লিখে দিলো সংক্রমণের ইতিহাস

রসেটা স্টোনে পড়ে নেবে আগামীর অতিমানব

গাছে গাছে ঝুলিয়ে দিলাম সহস্র প্রশ্নাবলী

রঙহীন এক জোনের বাসিন্দা হবো এবার

রেল নয় অনন্ত নক্ষত্রবীথীর পথ ধরে হাঁটছি

রুটির পাশে পড়ে থাক কিছু টাটকা রক্তও

ঘর, বাড়ি, ভিটে এই শব্দগুলো বিঁধে থাক গভীরে

জল আহার এসব বিমূর্ত এখন

ইস্পাতের পায়ে হেঁটে চলেছি

কাঁধে শিশু সন্তান পাশে পোয়াতি বউ

দেশ খুব দূরে নয়