রবিবার, ২১ জুন, ২০২০

দেবযানী বসু


দেবযানী বসু

প্রজননের প্রাইম টাইম

চোদ্দ দিনের বেশি আলেয়া আর আমাদের হাতে নেই। কুর্সির মানুষরা টাটকা রামধনু ধরতে নেমেছে। কান্ডারির চোখে মুখে খেলনা মুখোশ। বাতাস আবৃত্তি করছে অগমপারের অডিট। গজব গুজবের মাখোমাখো চাটনি জিভ খরখরে করছে। দুনিয়া মেরি জেবমেঁ বলতে বলতে ডাইনোসররা হাডুডু খেলছে। আমরা টিনের পুতুল, পরস্পরকে ছুঁয়ে গলে পড়ছি। গণকবরের স্তূপ যতোদূর চোখ যায়। প্রতিপল আপাত অদৃশ্যের মিঃ হাইড এন্ড ডঃ জেকিলের গাব্বুখেলা। মন্দির মসজিদ ইভাংগেলিস্টদের কান নেই। সাত সমুদ্রের জল গলা জড়াজড়ি করে হাসছে। বিরক্ত করে এঁটে উঠতে পারছিনা ভাইরাসের প্রজনন আনন্দকে। প্রতিটি মৃত্যুতে তাঁদের এক্সট্যাসি মাখা ঔং।