রবিবার, ২১ জুন, ২০২০

তারিক-উল ইসলাম


তারিক-উল ইসলাম

রুদ্ধ দিনের শ্লোক

হাঁসের পাখায় আঁকা দিনের যতো শ্লোক
উদাস করা হাওয়া, আবার দেখা হোক।
বিজনে কাজল চোখ, আলতা মাখা পা,
জলের সিঁড়ি পথে কেউ না বলুক- না।

জানালা জুড়ে সাপ, শঙ্কা এবং ভয়
এ গৃহ সন্ন্যাস, নয় তো আমার নয়।
রুদ্ধ দিনের আকাশ, দরোজাতে হাত
পায়ের পায়ে আবার প্রফুল্ল প্রভাত।

হাঁসের পাখায় আঁকা দিনের যতো শ্লোক
উদাস করা হাওয়া, আবার দেখা হোক।