অনিন্দিতা সেন
দ্বিতীয় স্থিতাবস্থা
মৃত্যুভয়ে সন্ত্রস্ত
এক জাতি
এগিয়ে যাচ্ছে
অসহায়তার গভীরে
ক্রমশ:
ঝুঁকে যাওয়া
শিঁরদাড়া,
দীর্ঘশ্বাস...
অজানা ভয়
অহংকারের তকমা বহন
করেনা
...আর!
অথচ, কিছুদিন আগেও ছিল
আস্ফালন
উলংগ সাম্প্রদায়িকতা, রাজনীতি
শাণিত তলোয়াড়,
অবিশ্বাসী চোখ, জরিপ করেছে
একে অপরকে!
উল্লাসে এগিয়ে যাওয়া
বিজয়রথ ছিল
বিধ্বস্ত জনপদে,
মুহুর্তে বদলে
গিয়েছিল শহরের এপিটাফ!
কিন্তু, এখন... হে মানব জাতি
সর্ব উন্নত জীব কে
শায়েস্তা করতে
বিধাতা পাঠিয়েছে তার
অনু সমান
মারণাস্ত্র,
অনিচ্ছের ঘুম ঘুমিয়ে
থাক আতঙ্কের...
কবরে,
গৃহবন্দী, বন্ধুহীন... পৃথিবী
জুড়ে একই
ডি এন এ, একই লোহিত কনিকা,
এমন কি একই হোমো
স্যাপিয়েন্সের চর্চা
করতে করতে!