কাকলি দাশ
ব্যানার্জী
ফুঁ দেয় না কেউ
কিছুই আর করতে পারি
না আমি
না রথ দেখা, না কলা বেচা,
শুধু ছুরিতে সান দি
একটা খুন করার
উচ্চাভিলাষ আছে,
মনের সাধে আজও
কয়েকটা মাতাল সুস্বাদু রান্না করে
ডালগোনা কফি খায়
তাড়িয়ে তাড়িয়ে
সেরিব্রামে ঘুণ
ধরেছে বলে
ওদের ছাড়,
অ্যাসিডে গঙ্গার জল
ঢেলে
এভাবেই বাঘটাকে
বিড়াল করার অভিলাষ।
সংবাদ সূত্র
জানাচ্ছে
ঘরে আরও অতিথি আসবে
ভিক্ষাপাত্র বরাদ্দ
করবে জনার্দনের জন্য ...
তৎক্ষণাৎ রায়বেশে
ফিল্ডে নামবেন কিমাকার মহোদয়
হাতে দু ফর্মার পোকা
লাগা ভালোবাসার বিজ্ঞাপনে
দাদার মত জামা
ওড়াবেন
উচ্চারণের ভাপে মরা
শরীর থেকে হিঁচড়ে তুলবেন জয়ধ্বনি
কিন্তু দেখবেন না
দুঃখ রাঁধতে রাঁধতে
কবেই চিবিয়ে খেয়েছে আগুন,
ফুঁ পাবে কোথায়?
ফুঁ দেবার দম কারো
নেই
সানানো ছুরিটা
নিশপিশ করছে হাতে ....