কিশলয় গুপ্ত
মহামারীর কবিতা
আমাদের শর্ত ছিল
উজান পার
পাড়ে ওই মাটি মাখা
ঘর বাড়ী
আমাদের বুকে যত
অন্ধকার
সব পথ বাতলে দেবে
দরকারি
আমাদের শর্ত ছিল জল
কাদায়
হাসি মুখ রেখেই নেবো
মাটির ঘ্রাণ
আচানক প্রহর জোড়া
সব বাধায়
দুই বুক এক হয়েই
পাতবে প্রান
আমাদের শর্ত ছিল দিন
ক্ষয়ে
বিকেলের পরে যখন
নামবে রাত
আমরা দুখ মাড়িয়ে
ভুখ সয়ে
একে অপরের হাতে
রাখবো হাত
আমাদের শর্ত এখন
শর্তহীন
ভেজা বাতাস পেরিয়ে
ভাঙছে ঢেউ
আলাদা আলগা আলোয়
পুড়ছে দিন
অন্ধ আছি, দেখছি না দুজনের কেউ