শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

উদয় সাহা


উদয় সাহা

বন্ধুতা

বাতাস কম।
খুব উঁচুতে নারকেল পাতাগুলো পরস্পরের সাথে
ফিসফিস করে কথা বলে।
একটু নীচে পেয়ারা গাছ কিংবা
তারও নীচে মাটির কাছাকাছি ঘুমহীন ফার্ণ
জেগে থাকে একটু বাতাসের অপেক্ষায়...

বাতাস একটা ছুতো
মনের মতন কাউকে খুঁজে পেলে
কথারা সবসময় ছুঁয়োছুয়ি খেলে.. 









প্রিয় আতপ

শ্রাবণ শেষ হলেই কি বৃষ্টি থেমে যায় ?
না। কিছু গন্ধ আছড়ে পড়া কেবল সময়ের অপেক্ষা...

কাশফুল---
সে তো আমার শারদ কলম
সে তো তোমারও বাড়ির অতিথি
তাই বৃষ্টি থামেনা...

থামেনা ঝগড়া-ব্যথা-তর্কের ঢেউ
অনুভব অজান্তেই রোদেলা হয়ে ওঠে
তোমার নাথাকা তোমাকে আরো আকর্ষণীয় করে তোলে

আমি শুধু দুটো লাইন লিখে রাখি ----
প্রেমে কোন গোত্র নেই
ভালবাসায় মানিয়ে নিতে হয়









ডাকনাম

পানওয়ালার হাতে সরতা দেখলে
আমি তোমার ডাকনামে বুঁদ হই
আমার প্রিয় অক্ষর উঁকি মারে ...

ভাবছ বাতুলতা ?
না, আসলে এও এক তাঁতি-যাপন

এক অক্ষর ভেবে বর্ণমালার সুখ...