রেশমা লস্কর
দূরে
আমার থেকে দূরে সরে
হয়তো তুই ভালোই আছিস
আচ্ছা সেই আগের মতো
দু গাল ভরে মুচকি হাসিস ?
মনের বাঁধন খুলে ফেলে
প্রাণ খুলে তুই গল্প করিস ?
বলতে গিয়ে সুখের কথা
চোখের কোণে গড়ায় বারিষ ?
ভয় পাস না হাত বাড়িয়ে
তোর চোখের ওই জল নেবো না
আমার দুখের মনবাক্সের
মুক্ত মণি আর দেব না।
আমার সাথে ঝগড়া করে
হয়তো তুই ভালোই আছিস
আচ্ছা সেই আগের মতো
দুঃখ গুলি লুকিয়ে বাঁচিস?
আগের মতো ভূগোল বইয়ে
বিদেশ পাড়ির স্বপ্ন দেখিস?
লেখার খাতার ভাঁজে ভাঁজে
শুকনো পাতা জমিয়ে রাখিস ?
ভয় পাস না শুকনো পাতায়
কাব্য গাঁথা লিখব না আর
কলম দিয়ে নোঙর করে
মনের তরী বাঁধব এবার ।
আচ্ছা তোর বাড়ির পাশে
পুকুরটি সেই তেমন আছে
কলমিলতায় ডাহুক পাখির
বাচ্চা গুলি লুকিয়ে থাকে?
আবির মাখা শালুক ফুলে
জল ফড়িং এ আলাপ জমায়
ওদের দেখে তেপান্তরে
আজও তোর মন উঁড়ে যায়?
ভয় পাস না দুপুর বেলায়
মন পুকুরের মাছ হবোনা
পাখনা মেলে হৃদয় খুলে
হাতটি ধরে সাঁতরাবনা ।
অন্য কারো হাতটি ধরে
হয়তো তোর কাটছে ভালো
মেঘের আঁধার কেটে এখন
গগন জুড়ে মুক্ত আলো!
হয়তো তোর নতুন সাথির
চাঁদের মতো মুখের গড়ন,
শুভ্র দ্যুতির রবির আলোয়
তোর সংসার করছে বরণ!
ভয় পাস না তোর মনে-
আর কখনো মেঘ দেবো না
যখন তখন বৃষ্টি নিয়ে
তোর উঠোনে আর যাবো না ।
ভূস্বর্গের পাখি
ওই দেখো উঁড়ে যায় ভূস্বর্গের পাখি
শুনশান পথে ঘাটে করে ডাকাডাকি
ভূস্বর্গের পাখি ।
হারিয়েছে হিম ঝড়ে সুখি স্বপ্নের
বাসা
সীমানার কাঁটাতারে বাঁধা ভালোবাসা
স্বপ্নের বাসা ।
চিনাড়ের শাখে শাখে লেখা ওর ইতিহাস
সময়ের জাঁতাকলে ঘোর লাগা পরিহাস
লেখা ওর ইতিহাস।
কখনো বা ডানা মেলে ঝিলামের পাড়ে
যায়
জীবনের সন্ধানে বসে ভাঙা শিকারায়
ঝিলামের পাড়ে যায়।
কখনো বা ডুব দেয় মরালের ভূমিকায়
ঝিল থেকে তুলে আনে পদ্মের নালী হায়
মরালের ভূমিকায়।
গান গাওয়া ওর মানা, কারফিউ
একটানা
তবু পাখিটির চোখে স্বপ্নের আনাগোনা
কারফিউ একটানা।
কখনো বা উঁড়ে যায় সীমানার কোনো
গাঁয়
ভয়ে ওর বুক কাঁপে বারুদের ধোঁয়াশায়
সীমানার কোনো গাঁয় ।
যুগে যুগে উঁড়ে যায় শান্তির
ঠিকানায়
ঝিলের শহর বুকে আশা ডানা ঝাপটায়
শান্তির ঠিকানায়।
আসবে কি শান্তি ; মৃত্যুর
কোলাহলে ক্লান্তি
বরফ চাদরে ঢাকা পড়া স্বর্গের মুক্তি
মৃত্যুর কোলাহলে ক্লান্তি?
ছদ্মনামে
কেমন করে চিনব তোমায় ছদ্মনামে
একটি চিঠি পাঠিয়ে দিও মেঘের খামে।
খামের উপর আলপনাতে চিহ্ন এঁকে
স্বপ্ন খানি ফিরিয়ে দিও আমার চোখে
।
আবার না হয় কল্পনাতে ইচ্ছে ছুঁয়ে
আমার ভূতল ভরিয়ে দিও বৃষ্টি দিয়ে।
আবার না হয় ভাঙাগড়া খেলায় মেতে
আমায় তুমি হারিয়ে দিও হৃদয় জিতে।
পূবের কোণে রবির আলো ফোটার সাথে
তোমার খোঁজে আজও ছুটি বারান্দাতে।
স্মৃতির লতার কুসুম কলির জীর্ণ
শাখে
নীড় হারা সেই বুলবুলিটি তোমায়
ডাকে।