শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

হরিৎ বন্দ্যোপাধ্যায়


হরিৎ বন্দ্যোপাধ্যায়

হৃদয় খুলে

মানিয়ে নেওয়ার আগে
মনে মেনেছ
ভিন্ন কিছু হয় ?
কেউ আকাশ দেখে
বেলা কাটায়
দিন চলে যায়
নদীর জলে জলে

জরুরী খুব
হৃদয় খুলে
নিজেকে ভুলে যাওয়া ।







ঘর

হঠাৎ করে
বাইরে পা দিলে
দাঁড়াবার জায়গা
মহাদেশ
জানলা দিয়ে দেখা
পুকুর
চোখের তারায়
সমুদ্র

মাগো,
বাতাসে হাত দেওয়ার আগে
নিজের ঘরটাকে
ভালো করে চিনি ।







দরজা পেরিয়ে

এত মুখ
কেন এতো কাছে কাছে
কানও তো বেশ
হয়ে আছে খাড়া
মাথায় তো নেই
কোনো ছাতা
তবু কথা আছে
মিলেমিশে !
কথায় কি আছে কথা ?
এসো ভুলে যাই
শোনা কথা
কথার কথা ------- সব
দরজা পেরিয়ে
পায়ে পায়ে
চলো যাই কাজে ।