অমৃতাভ দে
রথ
রথের মেলায় ভিড় জমেছে
খুশির ছবি যেন
বৃষ্টি দিনে মন খারাপের
গল্প করো কেন?
মনকে বলো পালিয়ে চলো
ওই দেখা যায় রথ
ছোট্টবেলায় ফিরতে গিয়েও
হারাও বুঝি পথ?
রথের মেলা মাটির পুতুল
আজও তোমায় ডাকে
পথের ধারের গল্পগুলো
অপেক্ষাতেই থাকে।
পথকে বলি সামলে রেখো
আমার ছোট্টবেলা
মেঘকুয়াশায় আজও দেখি
রঙিন রথের মেলা।
মেঘ-কুয়াশায়
পাহাড় জুড়ে মেঘের খেলা
তিস্তা নদী কই?
সবুজঘেরা ছোট্ট গ্রামে
বৃষ্টি নামে ওই।
বনের পথে গা ছমছম
পাখির কত ঢং
মেঘবাড়ির ওই বারান্দাতে
ঝরছে কত রং।
রং ছুঁয়েছে পাতার সাঁকো
জল ছুঁয়েছে ফুল
রাতের আকাশ চাঁদ ছুঁয়েছে
রূপকথা বিলকুল।
সেই দেশেতেই জোনাকঝিঁঝিঁ
ঝর্ণা শোনায় গান
মেঘ-কুয়াশার চাদর জুড়ে
লিখছে তোমার নাম।
স্বপ্নদোলা
টাপুর-টুপুর বৃষ্টি এলো
সবুজ পাতায়
ভিজল আকাশ দোয়েল পাখি
বৃষ্টি ফোঁটায় ।
দৌড়ে পালায় ঐ সাদা মেঘ
নিজের ঘরে
লেখার খাতা রঙিন কাগজ
সঙ্গে করে।
নৌকো দোলে জলের ভিতর
লাগাম ছাড়া
ইকির মিকির খেলবি যদি
একটু দাঁড়া।
বৃষ্টি ভেজায় নাগর দোলা
বর্ষা বুঝি?
খেলনা গাড়ি, বাঁশের
সাঁকোয়
তোমায় খুঁজি।
ছোট্টবেলা এই তো তুমি
জানলা খোলা
হাত ছুঁয়ে দাও বন্ধু আমার
স্বপ্ন দোলা।
গান
জানলাগুলো খুলেই দিতে দেখি
সুরের নদী ছন্দে কথা বলে
শব্দ দিয়ে তৈরি গানের বাড়ি
আজও অনেক গল্প লিখে চলে।
গান মানেই তো দ্যোদুল্যমান সাঁকো
গান মানেই তো তোমার কথকতা
গান মানেই তো শিল্পীর ক্যানভাসে
টুপটাপ ঝরে আমার মুখরতা।
গানের সুরেই বৃষ্টিরা কথা বলে
গানের সুরেই আমার স্বপ্ন দেখা
গানের সুরেই শ্রাবণমেয়ের চোখে
সান্ধ্যকালীন আমার পদ্য লেখা।
বৃষ্টি
জানলা দিয়ে হাত বাড়িয়ে
বৃষ্টিকে যেই ছুঁই
বাগান জুড়ে আলোর মালা
ফুটিয়ে তোলে জুঁই
বৃষ্টি বলে, ঘরের কোণে
বন্দী কেন থাকো?
পালিয়ে এসো, নৌকো
ভাসাও
আমার ছবি আঁকো
ঠিক তখনই মনকে বলি
বৃষ্টি ভিজি চল্
রঙের খাতা সবুজ হল
ছন্দে নদীর জল।
বৃষ্টি বলে, 'বেশ তো তুমি
পদ্য লেখো ভাই !
এই বর্ষায় রোজ সকালে
রঙিন ছবি চাই'
আঁকছি আমি সেই ছবিটা
পদ্য জুড়ে ঢেউ
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
অনেক চেনা কেউ।
ফাগুনদিনের গান
সকাল থেকেই টাপুর টুপুর
বৃষ্টি এলো বুঝি!
এই ফাগুনে বৃষ্টি কেন?
কারণটা চল্ খুঁজি।
বিষ্টুবাবু কারণ খোঁজেন
খোলেন ভূগোল বই
এই ফাগুনে বৃষ্টি হবে
এমন লেখা কই?
দুষ্টু বলে,হতেই
পারে,
আকাশ রেগে আছে
কৃষ্ণচূড়া,পলাশ,
বকুল
আছেই তোদের কাছে।
মিষ্টু বলে চল্ না ওকে
রাঙিয়ে দিয়ে আসি
বৃষ্টিমেয়ে ফুল হয়ে যাক
একপৃথিবী হাসি ।
বিষ্টু বলে, ঠিক
বলেছিস
বাবুর ভীষণ রাগ
এই ফাগুনে রাগ করে কেউ
দৌড়ে পালা, ভাগ...
হঠাৎ দেখি আকাশ জুড়ে
রঙিন তুলির টান
ফুলের রেণু ছড়িয়ে দিল
ফাগুনদিনের গান ।
ভুতুর ভূত
সেদিন রাতে হঠাৎ ভুতু
গল্প জমায় বেশ
ভূতরা নাকি পদ্য শোনে
ঘোরেও নানান দেশ।
সুরও জানে নানানরকম
গান তো করে ভালোই
রূপকথাতেও বেজায় দখল
লুকিয়ে থাকে আলোয়।
রাত্রি হলেই ভুতুর কানে
ভূতরা এসে বলে,
পালাও ভুতু মজার দেশে
মেঘপরীদের দলে।
ভুতুর কথায় বন্ধুরা সব
অবাক হল খুব
দিনদুপুরে ভূতের খোঁজে
স্বপ্নে দিল ডুব।