বিমল মণ্ডল
নিমন্ত্রণ
উঠানের উপান্তে বসে
মানুষ নামের রঙ তুলিতে
সীমাহীন কয়েকটি
গানের কলি
বাস্তবের সহানুভূতি পায়
কিছু স্মৃতিকথা
ক্ষয়িষ্ণু বাতাসে
আমার মনের খোলা দুপুরে
তোমাকে চিনতে চেয়েছি
মনের তুলিতে চিরন্তন
কঠিন অতুল
গৌরব
তোমার মনের পবিত্র হৃদয়ে
অন্তহীন ভালোবাসার
পাই অন্যন্য নিমন্ত্রণ ।
চুপকথা গ্রাম
দূর আকাশের নীচে খোলা রাস্তায়
সম্ভ্রমহীন হয়ে চাঁদ শুয়ে
কতগুলো নামহীন
পাখি
আনন্দে আরাম করে
পাড়ার ছেলেরা অর্থহীন ভাবে কথা বলে
রাগে, অভিমানে
চাঁদ আপন সুরে
নিরুদ্দেশ হয়
কয়েকটি তারা চাঁদ
সেজে
চুপকথা গ্রামে ঘুমের মধ্যে
রাখে।
ছায়া শরীর
ক্রমাগত হাঁটছে
এক
সৌখিনগোছের লোক
আকাশে জানালা - কপাট
আনন্দে গান ধরে
কয়েকটি নিঃসঙ্গ
চিল
বুড়োবটতলায় এসে বসে
লোকটা মাঝেমধ্যে
আড়চোখে কি সব দেখে
পায়ে পায়ে হাঁটে
আরো কত লোক পেছনে আছে
মাঝে- মাঝে কথায় সুগন্ধি
ছড়ায়,
মাঝে- মাঝে আগুনের গোলার মতো
রুদ্ধশ্বাস ফেলে
স্নেহ নেই,মমতা
নেই
মুখে নেই হাঁসি
তবুও সারা রাস্তা জুড়ে
ব্যস্ততা আর কোলহলে
সৌখিনগোছের লোকটির
ছায়া সারা শরীরে।