শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

মৌসুমি ব্যানার্জী


মৌসুমি ব্যানার্জী

বুদবুদ

সুখ দুঃখ ভীষণ কাছাকাছি,একে অন্যের ছায়া!
ক্ষণস্থায়ী অনুভূতি কিছু, আসলে তো সবই মায়া
স্বপ্নের বুদবুদটায় কি এক মাদকতার নেশা 
প্রাণের নাকি চোখের আরাম, ভালোবাসা মেশা!

সাবানের ফেনায় ফুঁ দিয়ে কত লাল নীল বুদবুদ
একমুহূর্তেই চুরমার ভবিষ্যৎ, বর্তমানগুলো ভূত
তবুও বিরাম নেই মনের, ক্রমাগতই কত সৃষ্টি!
ভালোলাগার উচ্ছল ঝর্ণা নাকি কান্নাদের বৃষ্টি!

শেষ হয়েও শেষ না হওয়া আশাগুলো অভ্যেস-
নিজেকে হারিয়ে না ফেলার চেষ্টারা কি অবশেষ!
ঝাপসা চোখ, ভারী মন খোঁজে একমুঠো রোদ্দুর
আর একবার, শেষবার, আরেকটা শেষ বুদবুদ!







আমার একলা আকাশ

তোমাকে কাছে পাই একলা অবকাশে-
দিনের ব্যস্ততার অবসানে,
রাতের অন্ধকারের নির্জনতায়
সহস্র দিনের শেষেও
আজো তুমি বিশ্বস্ত সঙ্গী !
সময়ের আবর্তে বদলে গেছে স্থান,
কখনো খোলা ছাতের শামিয়ানা,
কখনো একফালি ব্যালকনির
নিঃসঙ্গ নির্জন।
অন্ধকারের গোপন আস্তানা থেকে
যখন  রাত নামে ধীর পায়ে,
ভিনদেশি তারার হাত ধরে,
এলোমেলো ভাবনাগুলো জাগিয়ে দেয়
ঘুমিয়ে থাকা চুপকথাদের- তখন,
জোনাকির মিটমিটে আলোয়
তোমার সাথে হারিয়ে যাই
আবেগের বানভাসিতে।
পরাজয়ের গ্লানি, ক্ষোভ,
কোন গোপন ভালোবাসা,
প্রাপ্তির উচ্ছাস! কিংবা হয়ত একটা
নিজস্ব বোঝাপড়ার
একমাত্র নীরব সাক্ষী তুমি।
তোমার স্তব্ধতায় থাকে প্রশ্রয়ের আলিঙ্গন।
যেন নিরবেই বলো "আমি আছি তো!"
শিকলে বাঁধা অনুভূতিগুলো
কৃত্রিমতার বিষাদে অবসন্ন,
তোমাকে পেয়ে বাঁধনহীন ফল্গুধারা,
তোমার সান্নিধ্যে অনুতাপের পরম শান্তি।
ঢিমে হয়ে আসে ঝিঁঝিঁপোকার ফিসফিসানি,
রাতচরা পাখির তীক্ষ্ণ  শিসে
রাত শেষের সাবধানতা.....
চাঁদটা লুকিয়ে পরে মেঘের আড়ালে;
হাহাকারের ডানা ঝাপটানোর পর-
আত্ম বিশ্লেষণের জঠরে জন্ম নেয়
আবার এক নতুন নিঃশব্দ শপথ।
তোমার নীরবতায় খুঁজে পাই
নিজেকে আবার নতুন করে।
একটা নতুন যুদ্ধ জয়ের স্বপ্ন বুকে নিয়ে
শুরু হয় আবার একটা নতুন দিনের।
আমার সামলে নেওয়া আবেগী মন
তোমাকে বিদায় জানায়--
"ভালো থেকো প্রিয় বন্ধু- আমার
নির্জনতার একটুকরো একলা আকাশ!!"








তুমি চাইলে

তুমি চাইলে আকাশ হতে পারি
তুমি চাইলেই হতে পারি মেঘ
তোমায় ছুঁয়ে থাকার কল্পনাতে
স্বপ্নে আঁকি সাতরঙ্গি আবেগ

তুমি চাইলে সাগর হব আমি
ঢেউ বুকে ভালবাসা সুনামীর
দিগন্ত রেখার ওপারে তোমার সাথে
বাঁধব ভালোবাসার ছোট্ট নীড়

তুমি চাইলে বৃষ্টি হতেও পারি
হতে পারি এক মুঠো তাজা হাওয়া
মুগ্ধ দুচোখ তোমার স্বপ্নটাতেই
হয়ত সেটাই আমার শ্রেষ্ঠ পাওয়া

তুমি চাইলে হব আগ্নেয়গিরি
মনেতে জ্বলবে আগুন লেলিহান
আমায় এমন জ্বলতে দেখে শেষে
বদলাবে কি তোমার অভিধান