মঙ্গলবার, ২১ মে, ২০১৯

কেকা সেন



কেকা  সেন

মায়াময়ী

আমি ভিজতে চাই, ভিজতে চাই
ওই আটপৌরে, আজন্ম নদীর ধারে
পরিচিত বৃষ্টির ভিতর। টুপটাপ ঝ'রে পড়া
সহজ বিন্দুর মত মিশতে চাই অতল গভীরে।
যেখানে নেই কোন রক্তাক্ত শিকারি বলয়
কিংবা কোন হলুদ-কালো চতুর ছায়া।
আছে শুধু কাদামাটি লুটোপুটি সবুজ
সরলতা। আলোর বুদবুদ ছোঁয়া সোঁদা প্রেম
খেলা করে পাঁপড়ি ঘেরা গোলাপি আভায়।
আমি আটপৌরে সেই আজন্ম নদীর পরিচিত
বৃষ্টিতে ভিজতে ভিজতে গোলাপি আভায়
স্নাত হয়ে কখন যেন মিশে যাই
মায়াময়ী মাতৃস্নেহতে।








অকপট স্পন্দন

ভিসুভিয়াস কিংবা ফুজিয়ামার মত
আগুন বুক তোমার
ওই আগুন আঁচেই
আমার খেয়ালি গমন।
এক আকাশ মন খারাপের
মেঘ শুষে নেওয়া উষ্ণতায়,
শুকানো আমার আঁচলের ভাজে ভাজে
রাখা অষ্টাদশী বিকেলগুলো,
কৃষ্ণচূড়া ঢেউ হয়ে
তোমার দেউল ছুঁতে চায় বারবার...
কখনও আবার সে,
অসম্ভব ফাল্গুনী হাওয়া হয়ে
নিবিয়ে দিতে চায় সব জীবন্ত লাভা।
চাঁদকেও বলা আছে তখন
তোমার জমে যাওয়া কালো দাগে
জ্যোতস্নার আদর ঢেলে যেন
উপহার দেয় এক
নিশ্চিন্ত ঘুমের দেশ।
তারপর...
তুমি শুধু শিশির ভেজা রাত হয়ে
লেপ্টে থেকো আমার অ- কপট স্পন্দনে।








প্রভুপণ

পাকদন্ডীর সবুজ উঠোনে চলেছে,
ঈশ্বর ঈশ্বর খেলা
কাঁধ ছোঁয়া দূরত্বে থাকা তারার আগুনগুলো
এক একটা ধূমকেতুর গোলা হয়ে
দম্ভে দম্ভে দগ্ধে দিল বজ্রভূমির বুক।
ঝরনা, পাহাড়, চন্দ্রিকা আর বৃক্ষকেশে
আটকে থাকা মেঘের মাঝে
আজ অধিকারের সমারোপণ।
রুক্ষ হাওয়ায় ছিন্ন, মন্ত্রস্নাত পতাকা।
আর তার শব্দগুলো এদিক ওদিক
খাদের কিনারে স্তূপীকৃত।
তৃষিত খন্ডে এখন এলোমেলো হাওয়ার অন্তিম প্রার্থনা...
শুভ্র কাঞ্চনজঙ্ঘায় শায়িত বোধির আকার ছুঁয়ে
ফিরে আসুক সূর্য ধোওয়া নিকানো সকাল।








ভুল বুঝো না

ভুল বুঝো না, বন্ধু।
হয়তো একাকী মনে হয়নি কোন আলাপন
তবুও, মেঘের ফাঁকে ফাঁকে রেখে গেছি
কথার ধারাপাত, যা বৃষ্টি ফোঁটার রিমঝিম ধ্বনি হয়ে,
স্পর্শ করবে তোমার ধুসর দেউল।
ঘষা কাঁচে ঢাকা তৃতীয়ার চাঁদ ছোঁয়া বাঁকা
হাসির মাদকতায় যখন,
হিম হয়ে যাবে সকল অভিমানী রাত
ঠিক তখনই, বেলাশেষের কদম-বকুল-করবী
জুঁই এর সৌরভ ভ'রে রেখে যাব বন্ধুত্বের কোটরে।







নতুন  আকাশ

একটা নতুন আকাশ তোমার জন্য কিনেই দিলাম।
যার মেঘ-বাসরে সাজানো জলকনায় আঙুল রাখতেই
মিঠে বাঁশির সুরগুলো আমার বাক্সবন্দী
মনখারাপের বিকেলদের স্নান করিয়ে দিল।


স্নাত বিকেল তখন অপেক্ষায়
আধভাঙা ব্যালকনির কোনায়,
গাঢ টিপের আদর মাখবে বলে।
একরাশ ছাতিমের গন্ধ বুকে নিয়ে
বিকেল হারায় সান্ধ্য- চৌকাঠে
অগাধ বিশ্বাসে...



তোমার নতুন আকাশের নীচে রাখা
তুলসীমঞ্চের প্রদীপশিখা, শুভ্রশঙখ,
রাতের মাঝে ভালোবাসার শব্দ রেখে যায়।