মঙ্গলবার, ২১ মে, ২০১৯

সুধাংশুরঞ্জন সাহা


সুধাংশুরঞ্জন সাহা

লতাগুল্মকথা   

কাকদ্বীপের এক নম্বর প্লাটফর্ম সিঁড়ি ভাঙে রোদের পারদে ।
দলছুট মেঘেদের কান্না বাজে আমার
                                                  একতারায় ।
খরার মানচিত্র ছিঁড়ে দু'চোখে নাচে স্তব্ধ অরণ্য- সংসার ।
পৃথিবীর সব বিফলতা ধাওয়া করে আমাকে ।
রাগে, অপমানে শিরদাঁড়া কাঁপে ।
জলের দিকে তাকিয়ে মুছে ফেলি আঘাতের
                                                             দাগ ।




আর বারান্দার বিষণ্ণ অন্ধকারে একে একে শুকিয়ে যায়
অনাদরে বেড়ে ওঠা লতাগুল্মকথা ।









দূরত্ব নির্মাণ

যতবার দেওয়াল তুলি,
অনুভূতি ও প্রতিক্রিয়ার মাঝ বরাবর,
ততবারই ভেঙে পড়ে মাটির দেওয়াল ।


বিফলতা অতিক্রম করতে চেয়েছি যতবার,
হতাশা এসে হাত ধরেছে গোপনে ।
কিছুতেই সামলাতে পারি নি নিজেকে ।
হতাশা আর বিফলতার মাঝে
দূরত্ব নির্মাণ করতে পারি নি ।


আজও পারি না কিছুতেই ।







পোড়া মাটির বেহালা

কবিতা আদতে এক নিরন্তর দোলাচল,
সম্ভাবনা আর অনিবার্যতার ।
সময়ের নিত্তিতে সম্ভাবনা বারবার দোল খায় বাতাসে ।
আর আমার হৃদয়ে ঝড় তোলে
পোড়া মাটির বেহালা ।








শুধু কবিতার জন্য

জীবন বড়ো জটিল ।
সেই জটিলতার পাকে পাকেই
জীবনে প্রেম আসে, ফ্যাকাসে হয়,
হয়তো ভেঙেও যায় ।
তবু,জীবনে আছে নানা বিস্ময় !


স্থিতি নয় । নিরাপত্তা  নয় ।
উচ্চাশা নয় । সফলতাও নয় ।
স্বাধীনতা চাই,  শুধু স্বাধীনতা ।
চাই এক অবিকল্প একাকিত্বের ছাড়পত্র,
শুধু কবিতার জন্য ।








ভোট

ভোট আসে ভোট যায়
কেউকেটা গর্জায় ।
ভাষণের কত ঢেউ
দিনরাত ঘেউ ঘেউ ।

ভোট এলে বোঝা যায়
ঝড়ে, তাপে, তরজায় ।
দলে দলে লোক যায়
দরজায় দরজায় ।

তোলাবাজ গুলিবাজ
বলে শুধু মেলা কাজ !
বোমাবাজি চাষ হয়
জনগন সব সয় ।