নাসির
ওয়াদেন
আলোক বৃত্তে জোৎস্নার
ম্লান হাসি
কাহার অদৃশ্য
ইন্ধনে রাত গায় গান
পাখিদের
কণ্ঠে হারিয়ে যায় শুদ্ধস্বর
নগ্নতার
আচ্ছাদন চারিদিক ঢাকে
চিৎকারেরা
নীরবে নীরবে কাঁদে
আলোর বৃত্তে
জোৎস্নার ম্লান হাসি জাগে ---
কেন মরে
যাচ্ছে সহিষ্ণুতা
ক্ষমতা কেন
অমানুষ করে
বিদ্বেষ
কাঁটা হয়ে ফুটে কেন
স্বচ্ছতার
জলে পড়ে অন্ধকার ছায়া
মিশে যায়
হৃদয়ে,
শোকের আবর্তে,,,,
মন মরে যায়
মানবিক কাননে
ফুল বিঁধে
আছে তঞ্চকতার জালে
মিথ্যুকরা
নাচে হৃদয় উপবনে
মানবতা
শোকবলি ,নীরব শান্তির বাতাস
ধর্ম আজও কেন
ছড়ায় হিংসা,দ্বেষ
ব্যক্তি
ব্যক্তি সম অনলে অনল
সভ্যতার ঢিবি
প্রত্নতান্ত্রিক ,
নিরুদ্দেশ,,,,
এসো, হাতে হাত ধরো, গড়ো
মানবপ্রাচীর
পোড়া শহরের ভালবাসার
গান
পোড়া শহরের
ভালবাসার গান কে শোনে
আমাদের হৃদয়
অর্ধেক পোড়া,অর্ধেক পুড়ছে
যন্ত্রণার
মুখ সকরুণ বাঁশির সুর
উত্তরাকাশে
শুধু কাল মেঘের ছায়া
রাত্রির চেয়ে
ভয়ংকর কুৎসিত দিনগুলো
ভাঙাচোরা
বিশ্বাস নিয়ে বাঁচা,
না-বাঁচা
ফাটলে ফাটলে
অহিবিষ
ফুল ঝরে
মনপবনে ,
কুটিল জীবনের ছায়া
দিকহারা মাঝি, দক্ষিণ পাড়
জিঘাংসা বাজে
বাতাসের সুরে
বাঁয়ে ভিড়াও
ডিঙি,
চড়াই উৎরাই পথ
সাতপুরুষের
মাটি পর হলে মায়া জাগে
ত্যাগ ভুলিয়ে
দেবে পূর্বপুরুষের দাবি
একসাথে ঘাস
পাতা খাওয়া দিন
ধুলো মাখা
শৈশব,
বড়ালির মাঠ
অতীত বারবার
পেছনে টানে ----
মৃত শহর
বেঁচে আছে মৃতের শরীরে
প্রমিথিউস
আরও একবার আনো আলো
যে আগুন
ভালবাসার গান শোনাতে জানে
হিংসা-বৃষ্টি দাবার
চাল চালে
উপেক্ষা
ত্যাগ করতে পারে না বিশ্বাস
বঞ্চনার জাল
বিছিয়ে বাঁধে আত্মমর্যদা
সত্যের মুখে
কতদিন লাগাম পরিয়ে ঘোরা ?
চারদিকে
অসত্যের চমক বাহারি ঘোড়া
গণতন্ত্রের
পাতাল প্রবেশ ভোটাধিকার ঠুনকো
রাজতন্ত্র
থেকেও নিকৃষ্ট গণতান্ত্রিক জল
হিংসার ছোরা
প্রতিটি হৃদয়ে বিঁধে
রক্তাক্ত
প্রতিশ্রুতি,
বিশ্বাসহারা ক্ষেত্রভৃমি
দিবানিশি
হিংসা-বৃষ্টি দাবার চাল চালে
কুটিলতা ভয়
পায় কুৎসিত অন্ধকারকে
সরলতা খুঁজি, সততা বহুদূর, হে সমাজ
কোন পথে
হাঁটি ,
শাপে অভিশাপে মরে কে --
অদ্ভূতাচার্য মেঘেদের
চরিত্র
মেঘ
দিবারাত্রি চরিত্র পাল্টায়
চরিত্র
আপেক্ষিক,
ধ্রুবতারা নয়
আমরাও চরিত্র
পাল্টে দিই অনায়াসে
ঠুনকো জীবন
নিয়ে ঘাস খাওয়া
অশ্বডিম্ব
প্রসব করে যে দিনেরা
তাকে কী কী
নামে ডাকব ?
মূর্খতা ভাল
নির্ভয়ে পগার পার
দমবন্ধ
শিক্ষাস্রোতে ধুঁকছে শহর
মেঘ রঙ
বদলাতে পারে
বৃষ্টিতল শহর
ভাসায়
সভ্যতা
নিজেকে পাল্টাতে জানে
অদ্ভূতাচার্য
মেঘের চরিত্র দেশে
আমরাই আছি
কিম্ভূতাসানে