মতিউল
ইসলাম
দেখানোর জন্য
নস্ট্রাদামুস
দেখে যাও
আজো আমরা সুখ
দুঃখ
বিরহ বেদনার
চারা বুনছি,
তোমার মিথ্যা
প্রমাণ করতে,
নচেৎ কবেই
শেষ হয়েছে সভ্যতা,
দেখে যাও
মিথ্যার কফিনে
সভ্যতার মমি।
আত্মমগ্ন
কতোটা রক্ত
নদী পার হলে
পুরুষ থেকে
প্রেমিক হওয়া যায়?
প্রেমিক থেকে
পুরুষ হয়ে উঠা
ভগ্নাংশের
ব্যবধান।
পুরুষ আর
প্রেমিকের মাঝে
খেলা করে
কামনার নীল ছবি.
মধ্যরাতে
শেয়াল ডাকে হুক্কাহুয়া।
সব ঝুট হ্যায়
মতিউল ইসলাম
পুরানো
দেওয়ালের পলেস্তারা খসে
ফুটে উঠেছে
কবিগুরুর অবয়ব,
রবি এসেছে ঘর
জুড়ে,
করতলে
গীতাঞ্জলি,
বসে আছি
বদ্ধঘরে
বাইরে রাজার
অট্টহাসি,
নন্দিনীর
রক্তে ভিজে যাচ্ছে
আমার আঙিনা,
বিশু পাগলা
ভয়ংকর চিৎকার করতেই
খসে যায় আরো
একখণ্ড পলেস্তারা,
চেয়ে দেখি
পলেস্তারা নয় কবির হৃদয়।