মঙ্গলবার, ২১ মে, ২০১৯

তন্ময় ধর


তন্ময় ধর

শুরু

কি শেষ হয়ে গেল?
অনেকটা অন্ধ লবণ, কুয়াশার ভেতরে জন্মান্ধ দুটি গাছ, ঢেউ
ধূসর একটা ছায়া থেকে তুলে নেওয়া
রক্ত, অভিনয়, কোলাহল

ধাক্কা লাগছে ধুলো, আলো ও ভ্রুমধ্যের রঙে
আগ্নেয় পাথরের বিষন্নতায়
ছায়াপথ
ঈশ্বর-পরবর্তী এক ফসলের অন্ধকার থেকে
আমরা শুরু হয়ে গেলাম







প্রথম বিরতি

আলো
আর সন্তানধারণে সক্ষম এক হাওয়ার চিবুক

সুদীর্ঘ এক তরুক্ষীর গন্ধ লেগে থাকছে প্রতিবিম্বে

একই কথায় ফিরছি আমরা
আদৃত দুধের দাগ ও প্রাচীন মাংসের বিষন্নতায়

অ্যাস্ট্রাল প্লেন থেকে সরে যাচ্ছে পাখির ইঙ্গিত
ঠোঁট







দ্বিতীয় বিরক্তি

ভুলভুলাইয়ার ভেতর ঢুকে পড়ে
এক জন্মান্ধ সাপের দেহবোধ

রক্ত, ঈশ্বর ও অভিনয়ে
আমাদের খাদ্যাভাসে ঢুকে পড়ছে প্রেমহীন আঙুল
আঙুলহীন একটা ক্ষতচিহ্ন
ক্ষতচিহ্নহীন একটা দাগ

দাগের ওপরে খেলাধুলো
দাগের নীচে ধূলিখেলা







তৃতীয় বিরক্তি

কাঁচের টুকরোয় আলো পড়ছে
তার একপাশে সন্তানের জন্য দুধ

অ্যাকোরিয়ামে দুটি মাছের খাবার
দ্রবীভূত হচ্ছে

আংশিক অন্ধ শরীর, জল ও যুগান্তের সামনে
আমরা মৃত শব্দদের বেছে ফেলে দিচ্ছি

অভিনয় থেকে
ক্ষয় হচ্ছে অতিথির অষ্টধাতু







সমাপ্তি

কি শুরু হল?
একটি ভ্রুণ ঢুকে পড়ছে সংলাপে

ফিজিক্যাল প্লেনে সাপলুডো উদ্দেশ্যহীন
দৃশ্যহীন গোলাপ ও গোলাপী অংশ

সিঁড়িতেই একটু চড়া রঙের প্রেম, আইশ্যাডো, সানস্ক্রিন
ভ্রুণ নড়েই চলেছে

আমরা মেক-আপ ব্রাশ বদলে ফেলেছি
প্লিজ, কেউ একটু চন্দ্রকোষ গেয়ে দিন