মঙ্গলবার, ২১ মে, ২০১৯

মাহফুজ আল-হোসেন


মাহফুজ আল-হোসেন

ভাবনা-ভাষ্য

ভাবনাগুলো ভদ্রস্থ পরিপাটি পোশাকেই সাক্ষাতপ্রার্থীদের সামনে হাজির ;
যেমন, ঔপনিবেশিক ঐতিহ্যের কৃষ্ণকায় বৈতালিক গাউন চৈতালি দুপুরে
বিচারালয়ের কৌঁসুলিদের জবজবে ঘর্মাক্ত শরীরের শোভাবর্ধন ছাড়াও
তাদের স্ফীতকায় বেঢপ ভুঁড়ি মুড়িয়ে রাখে নিন্দুকের শকুনি দৃষ্টি থেকে।
উদ্ভাবিত তত্ত্বের মৌলিকত্ব নিয়ে দ্বিধাবিভক্ত দেশীয় রাজনীতি কিংবা চুম্বকের
দু'মেরুর মতোই বিপরীতমুখি অবস্থানে দু'পক্ষ -কেউ কেউ ভক্তিতে গদগদ,
কেউ আবার নমস্যজনের চিন্তা ফিল্মি স্টাইলে কিভাবে প্রকাশ্য দিবালোকে
ছিনতাই হলো তার তড়িঘড়ি খরগোশীয় খসড়া তৈরিতে গলদঘর্ম।
প্রথমোক্তদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা ইতোমধ্যেই টিয়াপাখির
ঠোঁটে লেফাফা তুলে ভবিষ্যত গণনায় ব্যাপক সুখ্যাতি অর্জন করেছেন ;
যদিও ঐসব মুখ বন্ধ প্রতিটি খামে আগে থেকে ভরে রাখা ভাগ্যলিপিতে
আশাবাদের খড়বিচিলি ছাড়া যে আর কিছু নেই সেটা সহজেই অনুমেয়।
শেষোক্তদের অনেকেই ছিদ্রান্বেষণের সুমহান পেশায় আত্মনিবেদিত ;
এদের কেউ কেউ ছেঁড়া ছাতায়, কেউ আবার সাহিত্যের পাতায়, কেউ
ওয়াসার দূর্গন্ধ লাইনে অথবা মুখোমুখি মধ্যরাতের টিভি চ্যানেলে
মারমুখি কথামালায় -সবখানেই ফুঁটো খুঁজে ফিরছেন সুনিপুণ দক্ষতায়।






নিশীথের নীলপানতুম

মায়াবী নীল আলোয় উদ্ভাসিত চন্দ্রাবতী মুখ তার
দামি দুঃখকে আড়াল করে রাখে নিশি কোলাহলে
বিভ্রমের জালে অলীক সম্পর্কের সোনার সংসার
মায়া নদীর বাঁকে বাঁকে থমকে যায় নোঙর ফেলে
দামি দুঃখকে আড়াল করে রাখে নিশি কোলাহলে
নৈমিত্তিক নৈঃশব্দ্যের প্রতিশোধ কর্ণবিদারী গানে
একান্ত মুগ্ধতার পদাবলি বিসর্জিত স্বখাতসলিলে
আনাজপাতির যন্ত্রণা ভোলে মাধুকরী আয়োজনে
নৈমিত্তিক নৈঃশব্দ্যের প্রতিশোধ কর্ণবিদারী গানে
সুরতান মিলছে নীড়হারা কোকিলের কন্ঠধ্বনিতে
আনাজপাতির যন্ত্রণা ভোলে মাধুকরী আয়োজনে
নিষিদ্ধ সুখের তীব্র অনুভব আজ সতৃষ্ণ শোণিতে
সুরতান মিলছে নীড়হারা কোকিলের কন্ঠধ্বনিতে
গর্জে ওঠে উপেক্ষার প্রহরে সুতন্ত্রিত সহস্র গিটার
নিষিদ্ধ সুখের তীব্র অনুভব আজ সতৃষ্ণ শোনিতে
মায়াবী নীল আলোয় উদ্ভাসিত চন্দ্রাবতী মুখ তার







খিদে

মগজের অনিরাময়যোগ্য
অচেনা অসুখ তো আছেই
এর সাথে যুক্ত হয়েছে সর্বভুক খিদে
কোনো বাছবিচারের বালাই নেই যেন
বনবাদাড় নদীনালা গাওগেরাম কৃষিজমি
সবই চেটেপুটে খেয়ে সাবাড়
শহরের গ্ৰামীণ আবহের উপকণ্ঠগুলো এখন বৈকালিক নাস্তা
রাতের ডিনারের জন্য মেট্রোপলিটান সিটিগুলো তৈরি থেকো
এমত রাজসিক ভোজসভা রাজধানীতে কয়েকদিন বাদেই
একই পটভূমিতে আত্মভুক প্রজাতির ছায়াপথ দখ‌ইলের
হিসেব কষছে এন্ড্রোমিডার প্রাইমেটস্...







নয়

যা ভাবছেন তা কিন্তু 'নয়'
কিভাবে আপনার ভাবনাটা জানলাম
সেটা গণিত তবে রহস্যময়
ধরেন মনে মনে কয়েকটি কলা খেলাম
ঐ কলার সাথে আরেকটি তো খাই
তাকে পাঁচ দিয়ে গুণ করে চার দিলাম যোগ
প্রথমে যা খেয়েছি পাঁচ গুণ বিদায়
ফলাফল 'নয়' এ নিয়ে কারো নেই অভিযোগ








অপেক্ষমান শব্দেরা

যে আয়ত-চোখ কবিতা খোঁজে
পঙক্তিবদ্ধ শব্দেরা তার জন্য অপেক্ষায় থাকে
প্রহরের পর প্রহর মাস বছর এমনকি যুগযুগান্তরের
কবিতার আটপৌরে পঙতিমালা সে সুলোচনার
নজর কাড়তে নিজেকে সাজায় উপমার প্রসাধনে
আর অলঙ্কারের মণিকাঞ্চনে
উপেক্ষা আর অবজ্ঞার লাঞ্ছনা সয়ে
আপাতনিরীহ শব্দাবলি আপন ঔজ্জ্বল্য
ধরে রাখে মাতৃসম ধৈর্য্যে আর বর্ণিল বর্ণবিভায়
কালেভদ্রে কোনো পুষ্পিত ওষ্ঠের পেলব স্পর্শ পেলে
লাজনম্র শব্দেরা সহজেই সমর্পিত হয়
সরব সুখ-সঙ্গমের সুরঙ্গম বিভঙ্গে