মঙ্গলবার, ২১ মে, ২০১৯

সৌরভ তোফাজ্জল


সৌরভ তোফাজ্জল

আহবান

আমরা তখনও
শিউলিতলায় শিশিরে ভেজাই পা;
আপনারা যেন
বেড়াতে গেলেন অচিন দেশের গাঁ!

শুনেছি সেখানে পদ্ম বিলে লাল
শুনেছি সেখানে আনন্দ উত্তাল!
শুনেছি সেখানে সবাই কথা রাখে
নাদের মাঝিরা নৌকো নিয়ে থাকে।
পদ্ম ফুলে সাপ ভ্রোমরার খেলা হয়
গোধূলি বিকেলে ফিরবার বেলা হয়!

আমরা সেখানে যাইনি'কো কোন দিন
প্লিজ আবার যখন যাবেন আমাকেও সাথে নিন!








নেক্রপলিস
 
হ্রদয় আজ নেক্রপলিস
কেউ তাই নেই ঠায় দাঁড়িয়ে
কলেজের গেটে বারান্দায়
বন্ধুর হাতে ফেইসবুক
স্ক্রলেই স্ট্যাটাস আপডেট জানা যায়
তাই রাখে না মনের খবর!

হ্রদয় এখন নেক্রপলিস
তোমার আমার ব্যবধানের
দুরত্ব মেপে ক্লান্ত
অহেতুক আবেদনে বিভ্রান্ত
পালাতে চাইছে ছুটছে নিজেকে বাঁচাতে
খুঁজছে সুখ খুঁড়ছে পুরনো স্মৃতির কবর!








বেলা শেষ

খেলা শেষ
নেমে গেছে শুনশান
ঘরে ফেরা সন্ধ্যাটা
ল্যাম্পপোস্ট আলো রঙ
ছায়াটাকে সাথি করে
হেঁটে যেতে হবে পথ
ভীরু পায়
বেলা শেষ...

খেলা শেষ
তর্কের চায়ে চুমু
ধোঁয়াশা ইথিক্স কুড়ে খেল
কেটে গেল সময়ের চাকা ঘুরে
যাই ফিরে অতীতে
ক্ষতিতে রুচি নেই
জিতে নিতে হবে সব
বেলা শেষ...

খেলা শেষ
এ বেলায় তারপর কি খবর
আশাদের ছুঁয়ে দিলে প্রত্যাশা
প্রত্যুষে খুঁজে নিতে ভোর আলো
নতুনের আহবানে
নাই যদি যাই তবে
ঘুমে ঘুমে হয়ে যাবে
বেলা শেষ...