মঙ্গলবার, ২১ মে, ২০১৯

সুকান্ত মজুমদার


সুকান্ত মজুমদার

তিতিক্ষার আস্বাদন
         
১.

এখন উদাস দুপুর
মুখ ফিরিয়ে আর কতক্ষণ, কতবার?
ওদিকে বাঁশবনে শুক্ন পাতায়
বাজছে তোমার মৌন নুপুরে অঙ্গীকার ,
দাবদাহ ক্লান্ত আশার দৃষ্টি
সে সুগভীর অক্ষি পল্লব তলে
সুশীতল ছায়াগামী অবুঝ মোহদলে।
          
            





২.

ওদিকে কব্বেকার রঙিন স্বপ্নেরা
নীরব মূক-মুখের ভাষাঘণ মেঘ
কালবৈশাখীর মাতন নিয়ে দিশেহারা ,
এক টুকরো অনুমতির দীগন্ত পেলেই
আছড়িয়ে পড়ত ধৈর্যের কলো মেঘেরা
আসত সব প্রতিক্ষার
ধুলো উড়িয়ে নতুন সচ্ছল অবকাশ ।
       
           





৩.

নাবোঝা অর্থ প্রবাহ ওঠে
উথলিয়ে নিঃশব্দে তিতিক্ষার ওষ্ঠদ্বয়ে
সে ভীষণ রীতি নীতির শুষ্ক বাতাস
ভরে উঠুক অনুকম্পার আদ্রতায়
বলা হয়েযাক অন্তত একবারি সে দায়ে
তেমনি আছি নিজের কাছে
তোমার অপূর্ণতার জটিল অবয়বে।
         
       
     




৪.

দীর্ঘ পথ পাড়ি দিব উড়ে যাওয়া
দিশাহীন শিমূল তুলোদের সাথে,
শুধু দিও আরো অনুমোদিত উপেক্ষা
নিশ্চুপ হয়ে থাকা তীব্র রোদের
জ্বলন আর হারিয়ে যাবার আশঙ্কা।
          
           





৫.

নিজের নিস্তব্ধ উন্মোচন
সে নিভে যাওয়া দিনদুপুর
নিঃস্ব বুকে স্মরণ নিঃসরণ,
ক্রমশ কালো হয়ে ওঠা আকাশ
পাঁচমিশালি আলোর আস্তরণ
পরিচয়হীন তারা আর আমি
এসবের মাঝে কিছু বা এক
ভিন্ন নামাঙ্কিত বেসুর পরবাস।