রঞ্জন চট্টোপাধ্যায়
বহতা
বহতা স্রোতগুলি থেকে
মাঝেমাঝে ডুব দিয়ে গেলে
অনেক গভীরে
স্থিরতা চোখে পড়ে
এখানে কোন প্রশ্নচিহ্ন নেই
নেই কোন ফিরে যাবার অভীপ্সা
সন্তরণ প্রত্যাশী জীবগুলির
কখনো ফিরে যাবার
দরকার পড়ে না
ফলতঃ
ফলতঃ, নমিত দৃষ্টি পেলেই
সুখে বেঁচে থাকা যায়
নিয়মের পিচঢালা রাস্তায়
জীবন চলে না
আমরা তো সকলেই
মনে মনে আদিবাসী
নিয়মের অনিয়ম হলে অপরকে
দোষ দিই কেন?
নিয়ম
নিয়ম শব্দটি আপেক্ষিক
আমি বলিতেছি
আসলে নিয়ম বলিতে
কিছুই নেই
তাহলে নিয়মের অনিয়মে
এত ক্ষোভে ফেটে পড়া কেন?