আব্দুল আজিজ
ফেরা
এইতো ফেরার পথ
মগজে ধূলির কণা,
- শ্বাশত চমক যত
জানিতো ফিরতে মানা।
যদিবা একদা নদী
হারিয়ে ফেলেছি গ্রাম,
ছুটছে ঘোটকী মাদি
মাড়িয়ে কুয়াশা ঘাম।
দেখেছ শ্যামার চোখ
কলাই বুনছে আধি,
শাড়িতে তাহার ঝোঁক
ভেঙেছে ভাতের শাদি।
অন্ধ
এখন ও কবিতারা অন্ধ
যেমন অন্ধ গমের মাঠে দুলে ওঠা হাঁসের
বাঁক
অথবা মৃতের মত সাদা কাফন, অন্ধ বছরের
আকাশ
কোথাও যদি ছিটেফোঁটা বৃষ্টি এনে
দেয় শীতের স্বাদ
নিমিত্তে সকল অন্ধ সে কার জন্য নিবিড়
প্রবাদ!
আমাদের অরণ্য দেখা নিয়ে, অন্ধ ভিখিরির
ভবিষ্যৎ প্রহেলিকা
কালো বৃক্ষ পাঠ করে যায়, সে এক অনন্য
বর্বর প্রবচন
- ভাঙনের মতন
শুধু দোষ দেয় ভাঁজ হয়ে আসা কপালের নদীকে
অন্ধ সন্ধ্যা নেমে এলে ডাকি অদৃশ্য
ভয়ে আমার মাকে -
পাথর
এখন দেখি কোথাও শরীর নেই
যা আছে শুধু তা প্রত্নতাত্ত্বিক
পাথর-
একদা মহুয়ার বনে, একলা হাঁটতে হাঁটতে
সেই পাথরে হোঁচট খাওয়া আমি রক্তপীড়িত
মানুষ।