মিষ্টু বসু
অপেক্ষা
অন্ধকারে বেঁচে আছে যেন এক ছাড়পত্র
দুর্গম অন্যায় লঙ্ঘন করার পর হাত
মুছে
খুঁজে পাওয়া যাবে রক্তবিন্দু কিছু
স্রোতের
নামকরণ করেছে তার বিদায় কি তাহলে
আসন্ন!
তল্লাশি এসে পড়ে মুখে,সিঁড়ি গুলো
অসহায়
দাঁড়িয়ে থাকে যাত্রী পাওয়ার আশায়...
বাঁধন
এই যে আস্কারার মুকুলে মিশিয়ে দিচ্ছ
আলোড়ন
তার পরনে দু'এক কলি বিশ্বাস এসে
ধরা পড়ছে কিন্তু,
তাই রাত থাকতেই প্রলম্বিত অন্তরায়
গুমোটের নাম
করে কিছু বাঁধা রেখে এসোনা,
সবটুকু মুক্তি পাক....
এই আশায়,অনুশোচনায় কেউ বলতে চায়না
কখনো জানো,
অভিমানী এক ঝড়ের দাপটে ঘর ভাঙেনি
আমার-
শুধু কবিতার উড়ে গেছে!
অসংলগ্ন
(১)
ঘটনা গুলো পরপর সাজালে,
একটা দুর্ঘটনা ফুটে ওঠে.
(২)
লোমশ দিনের গায়ে তাপের
আবহ থাকে, অভ্যাস ওটাই
(৩)
একটা ছবির গায়ে ঘুমের রং
লাগানো থাকলে,সে সাহসী
হতে ভয় পায়না
(৪)
নিরিবিলি ছাদের কোণে একটুকরো
চাঁদ লুকানো থাকে,
কথা বলার মতো
(৫)
কি রকম যেন? ঠিক কিরকম যেন?
প্রথম উড়তে যাওয়া পাখির ঠোঁটে
মা এর বিরহ বাসা বাঁধে
(৬)
নজর ঘোরাতে গেলেই মলমের
দরকার পরে, এ অভাগা দেশ আমার
(৭)
এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তার খোলসে
খোলস লুকানো থাকে,অশেষ পায়ের ছাপ
মুছে ফেলার যন্ত্র
(৮)
ঠিকানা নিয়ে প্রশ্ন তুললে বেমক্কা,
বাস্তব বুদ্ধির খামতি নিয়ে প্রশ্ন-
লজ্জা আঁচলে ঢাকে
(৯)
এখন তারাদের গর্ভগৃহ কতটা অনুশোচনা
বুনছে,কয়েক সেকেন্ডের ঝলকানি তার
বেহিসেবি গল্প বলে
(১০)
ঘটনা গুলো পরপর সাজালে,
একটা দুর্ঘটনা ফুটে ওঠে,
যেখানে মৃত্যু না জীবন?রূপকথায় কার
আধিপত্য বেশি,ওটাই বলার লোক নেই।