সলিল মজুমদার
জানালা-০১
ইচ্ছে করে জানালা খোলা রেখেছিলাম
যেন এ পথ ধরে যাওয়ার সময়
তোমার গায়ের বাতাস আমার গায়ে এসে
লাগে।
জানালা-০২
জানালা দিয়ে যে তপ্ত আলোকচ্ছটা আসছিলো
তা তোমারই শরীরের উষ্ণতা বহন করছিলো।
জানালা-০৩
জানালা বন্ধ করার পর ঘরে যে অন্ধকার
নেমে এসেছিলো
তা তোমার শরীরেরই ছায়া।।