গৌতম রায়
তাজমহল
১.
দাঁড়িয়ে দেখছি আর দেখছি
গাইড ছবি তুললেন
আমাদের রঙিন চশমায়
ভেসে উঠলো সফেদ তাজমহল
২.
খনন করছি যমুনার পাড়ের দিক থেকে
খনন করছি সংগ্রহশালার দিক থেকে
যে দিকে সূর্যাস্ত
যেদিকে প্রসারিত চাঁদ
সব দিকে প্রেম প্রেম খেলা
তুলে নিলাম এক মুঠো মাটি
এ মাটির বড়ো অভাব
৩.
আমাদের পায়ে জুতো
কেউ খালি পায়ে নয়
জুতোর উপর পাতলা পলি কভার
সারা বিশ্বের পা এখানে পর্যটন
ধুলোর দূষণ একটি বিনসের দিকে হাঁটে
ভালোবাসার গায়ে বাসা বাঁধে না
দূষণ কলঙ্ক
৪.
জলে জল যোগকরে
একটি মালা গাঁথলাম
এখানে শুধু সুবাস
কোনো সিগারেটগন্ধী বাতাস নেই
এই সুবাসে দুহাত এগিয়ে যায়
বুকের পাতাপান
৫.
একটি কুয়ো দেখলাম
কপিকল তোলে না জল
অথচ সঞ্চিত জল
আমাদের ধুয়ে মুছে দেয়
শ্বেত পাথরে যুগলবন্দিশকে
করে চক্ষুদান
করে প্রাণ প্রতিষ্ঠা
সময়ের রেলগাড়ি ডাব্বা জুড়ে জুড়ে
হয় দীঘল