শোভন মণ্ডল
অরণ্যের দিন
এভাবে বিষন্ন থেকো না
পাতা ঝরে যায়
বেলা শেষ হলে
অরণ্যের মুখ কালো হয়ে আসে
সবই তো দৈবাৎ হারিয়ে যাওয়া
ফসলের
গান
আজও ডেকে যায়
ফুল ফোটে পুরনো গাছে
অগোচরে থেকে যায় ছায়ার দাগ
শুধু এই দ্যাখো, বিশুদ্ধ বনভোজনের
মাঝে
আমরা পাত পেড়ে বসে আছি
বিষন্ন থেকো না
দু'দন্ড ভালোবাসা বেড়ে দিও
আপেল
মাননীয় নিউটন, আপনাকে ধন্যবাদ
গাছ থেকে যে আপেলটা পড়েছিল
সেটা আপনি না খেয়ে মাধ্যাকর্ষণের
কথা ভেবেছিলেন,
হে মহান মানুষ, আপনাকে ধন্যবাদ না
দিয়ে পারছিনা।
প্রিয় আদম প্রিয় ইভ
আপনাদেরকেও ধন্যবাদ।
সেই অলৌকিক আদি মুহূর্তে
আপেলটা হাতে নিয়ে মাধ্যাকর্ষণের
কথা ভাবেননি
ভক্ষণ করেছিলেন অবলীলায়
ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাদের।
স্নানের পর
সদ্য স্নান করে উঠে আসছো তুমি
পুকুরের জল এখনো চঞ্চল
বাঁশপাতা উড়ে যায় গোপন অভিসারে
খোলা চুল, ভিজে শাড়ি
সাদা পিঠ, জলছবি বুক
ভাঁজে ভাঁজে অনন্ত বিভঙ্গ
তুমি চলে যেতে যেতে ফেলে যাচ্ছো
তীব্র কটাক্ষ আর-
মায়াবী নূপুরের রুমঝুম ধ্বনি...