বদরুদ্দোজা শেখু
বৃষ্টি
বৃষ্টি ওগো বৃষ্টি আমার আকাশ-ভরা
আনন্দ
সাগর-পারের সম্মোহনী হৃদয়-হরা সুগন্ধ
ছন্দ-মোহন অন্ধকারে বন্ধ ঘরে উন্মাতাল
শব্দ শুনি বৃষ্টিপাতের, বালুচরে
চির-কাঙাল
লাল নীল সব স্বপ্ন ওড়ে, সবুজ স্বপ্ন
হলুদ সুখ
আবছা অতীত ধূসর স্মৃতি ঝাপসা সহজ
সরল মুখ
বুক-ভরা তার তৃষ্ণা এবং চলকে'-ওঠা
অহংকার- -
চোদ্দ পুরুষ চাষার রক্ত, রুদ্ধ গলায়
গন্ধ-ভার
সোঁদা গন্ধ স্নিগ্ধ গন্ধ বুনোটে
গন্ধ আবিষ্ট
নিবিষ্টতায় গুণছি প্রহর, শুনছি শব্দ
সুমিষ্ট
খরার মধ্যে জরার মধ্যে ঘরের মধ্যে
শ্যামল মাঠ
পথঘাট সব পিছোল পিছোল , নিচোল-ভেজা
রাজ্যপাট ,
ছিটেফোঁটার ফাঁকির মধ্যে কোথায় বৃষ্টি
মুষলধার ?
ধ্যান-ধারণায় ঘুরছে বৃষ্টি সৃষ্টি-সুখের
সারাৎসার---
আসমানী সে মেহেরবানির দ্রাক্ষালতার
কল্পনা ,
বৃষ্টি ওগো বৃষ্টি আমার জীবন-জোড়া
প্রার্থনা ।।
হৃদয় -মনের বৃত্তি
কখনো বুঝিনি আজো কতোটা পেয়েছি আমি
তোমার হৃদয় - -
নিক্তিতে মাপার নয় এইসব অনুভূতির
বিষয়
প্রার্থনা করেছি শুধু ওই অতলান্ত
অন্তরীপের কোথাও
জীবন-চর্যার বাঁকে যদি কিছু ক্ষুদ্র
ঠাঁই দাও
হোক তা কৃপণ ,
এই অভাজন
তাহলেই জগৎ করবে জয়
নিশ্চয় নিশ্চয় ।
কখনো খুঁজিনি আমি কতোটা পেয়েছি মন
প্রণয়ে তোমার - -
গহীন জঙ্গল সে তো , দেওয়া নেওয়া
বিশ্বাসের ব্যাপার
লালন করেছি তবু অন্তরীন ভালবাসা
পল অণুপল
কোলাহল মুখরিত চারিপাশের আড়াল এক
রঙীন মহল
হোক তা স্বপ্নচারিতা কিংবা বিদগ্ধ
খেয়াল,
এই উন্মাতাল
পেয়েছি পরশ তার প্রগল্ভ প্রশ্রয়ের
ক্ষণে
সঁপেছি সরল প্রাণ ঝাঁপ দিয়ে গহনের
বনে।
এই হৃদয়-মনের বৃত্তি কারুকৃতি অতিশয়
অমরা অধরা - -
শ্রাবণের কখনো প্লাবন আসে, কখনো
তা নিদাঘের খরা ।।
দ্বিধায়
আজকাল বাড়ি যাই না সহজে আর
যদি আরো দুঃখ পাই, যদি
পথ আগলায় কোনো নষ্ট ভিটে ঘর
দুঃখী সহোদর যদি আবেগ-তাড়িত হয়
যদি আত্মীয় স্বজন করে অতিথি বিদায়,যদি
বালক খেলার সাথী তসলিম জানায় এসে
শহুরে বাবুকে, যদি দীর্ঘ অদেখার
বিস্মরণে ঢেকে যায় চেনা মুখগুলো,
এলোমেলো
ধূলো উড়ে যদি মা-হারা উঠোনে, আনমনে
মাসুন্দির মাঠ যদি ডাকে, মননের মাঠে
যদি
ঝড় উঠে শৈশবের অশথ্থ কি ছাতিম গাছের,
যদি কাছে ডাকে ধ্বসে'-যাওয়া দাদুর
কবর
যদি জবরদখল হ'য়ে-যাওয়া তালগাছগুলো
কেটে নিয়ে থাকে কেউ , খাঁ খাঁ মনে
শুরু হয় যদি ইদানীং অচল
গরুর গাড়ির সেই দূরাগত মন্থর মিড়িক
চিকচিক স্মৃতি শুধু ধিকিধিকি দাহ,
কী ক'রে দাঁড়াবো বলো স্বজন-সভায়?
হায় , জর্জরিত নিত্য আমি দ্বিধায়
দ্বিধায় !!