সুবীর সরকার
জার্নাল-২০২০
খলনায়কের হাসি
সামলাচ্ছে এখন আমার
দেশ
পোড়ামাটির পুতুলের
চোখে আগুন
লাঠিচার্জের শব্দে
হাততালি উড়িয়ে
আনা
চাঁদ পুড়ে গেলে
গুরুত্ব হারিয়ে ফেলে চাঁদের
আলো
নোনাজল ও গোখরোর ছবি
জুড়ে ভয়
আর ভয়
প্লিজ,শত্রুশিবিরে আর আলো
জ্বালাবেন
না
আড়ালে থাকুন।গোপনে
থাকুন।
আমরা নিশ্চিত
বিষদাঁত উপড়ে ফেলা সাপুরিয়াতে দ্রুত ভরে
উঠবে এই
দেশ ও ডহর।
আদর ও অপমানের কবিতা
লণ্ঠন নামিয়ে রাখা
একটা হাট।
এখন সব উপেক্ষা করতে
শিখে
গেছি
উপেক্ষা জড়িয়ে ধরে
আর অপমান তো
আদরের মতো
ছোলা ও গুড় খেয়ে
পালিয়ে গেছে জর্মান্ধ
পাখিরা
কতবার মুদ্রণপ্রমাদ!
কতবার সাদা পাতায়
ভূল
অংক।
শিস ভেঙে যাওয়া
বলপেনে হিসেব লিখে
রাখি
কচুপাতায় চোখের জল।
একটিও লম্বা রেসের
ঘোড়া খুঁজে পাচ্ছি
না
সংকেত
কথাবার্তা শুরুর আগে
একটু ভুট্টাবাগান ঘুরে
আসি
বন ও ভোজনের মাঝে
বসিয়ে দিই
বিপদসংকেত
এই এলোমেলো ভরদুপুরে
তোমার উড়ন্ত চুলে
চিরচেনা পাখি এসে
বসে
কথাবার্তা শুরুর আগে
আমরা
সন্দেহ খুলে
রাখি।বাঘনখ খুলে
রাখি