বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

জারা সোমা


জারা সোমা

অনেকেই বলে

আমার কলম ডগায়
বিষন্নতা বারোমাস
প্রতিটা শব্দে স্থায়ী রূদালী
কবিতা পড়লে কি যেন
আটকে থাকে গলায়

মুচকি হেসে ম্যানেজ করি
যা কিছু জিজ্ঞাস্য

কেবল কলম জানে

পড়শী কৌতুহল
আদরের উপবাস
অনন্ত অপেক্ষা
দুহাজারী একাকীত্বে
কেমন করে গাছ হতে হয় ||||







সাপোর্ট

শব্দগুলো ঘুরে বেড়ায়
আনাচে কানাচে
একরকম জোর করেই
ধরে আনি ওদের
জিওন কাঠিতে গাঁথতে থাকি

ওই গুলো কখনও আকার নেয়
কবিতা গোছের ,কখনও
শিব গড়তে বাঁদর !
তোমরা সান্ত্বনা ঢঙে বলো
বেশ হয়েছে কখনও আবার
মাথা চুলকে বিশ্লেষণ

আসলে জানতে পারো না
এই এলোমেলো শব্দগুলোই
খুঁজে দেয় তোমাদের
হৃদয় ছোঁয়ার পথ ,আমার
লাইফ সাপোর্ট সিস্টেম ...