বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

জয়া ঘটক


জয়া ঘটক

লকডাউন

লকডাউনে জেহাদের কাহিনী চাপা পড়ে যায়
রাজনীতির চাপানউতোরে।

আমরা আর ওরার ভেদাভেদ যাবে না কখনও!

দাতাদের গর্বিত মুখ ফ্লাশলাইটে জ্বলে উঠে।
গরীবরা পুড়তে থাকে ওই আলোতে!

অন্ধ ধৃতরাষ্ট্ররা বাহবা দেয় শকুনি আর কৌরবদের।
পান্ডবদের বিজয়রথ কি থেমে যাবে
কূটচালের রণ কৌশলে !







সুপার মুন

চাঁদের নির্যাস মেখে জেগে কাটাই রাত।
গোপনে শুনি চাঁদ আর জ্যোৎস্নার সংগমের সংলাপ!








বেসুরো বিকাল

পড়ন্ত বিকাল।
উদাসী নারী।
একাকিত্ব প্রিয় তার।
আর সেই  পুরানো স্তব্ধতা ।
স্মৃতি  আরএপিটাফ।

এখন আর নতুন আহ্বান,
আপ্যায়নে মনে কোনো
রিণিঠিনি সুর বাজে না।

তাই, ডেকো না আমায় ...