বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

রাহুল গাঙ্গুলী


রাহুল গাঙ্গুলী

মাংসাশী পোকাদের উপনিবেশ

অংশতো [গভীর] _______
খুঁড়তে-খুঁড়তে।জমতে-জমতে
                পাল্টাতে-পাল্টাতে
বৃদ্ধ গাছে ~ অমৃতকায় সময়-ফলন
ফসল } নিশ্চিহ্নকরণে আগামীকালের [বেলুন]
:
এভাবেই নাতিদীর্ঘ
:
[বেলুন]গল্প ~ কিছু নেইনেই।কিছুকিছু আছে
বরফের চেয়ে ভারী
হাওয়ার চেয়ে হাল্কা
        যৌথকুয়োর প্রতিবর্ত কানাচআনাচ
        লবণাক্ত ঘামস্তর
        চুষে নিচ্ছে ~ আয়নাহীন ম্যাজিক তুলাযন্ত্র
        
চুপচুপ || বিপরীত ভ্রূণজারিত [গভীর]









ক্যাটালিস্ট পরবর্তী নিয়মিত ভ্রূণ

চারপাশে ঘটছে       ক্রুশবিদ্ধ যিশুদের মিছিল
                           
                           হরতাল ও অ্যাসিডিটির পর
                           অলস উবসুম্

চাকরি হারিয়ে
খ্রিস্টবাবু এইমাত্র বেকার হলেন
খ্রিস্টবাবুর লাশটিও     এইমাত্র বেকার
খ্রিস্টবাবুর লাশের ভিতর থাকা
                                         গোপন বাতাসটিও

সৎকারকন্যাদের মিছিল এগোচ্ছে         সামনে
সৎকার অতি গুরুত্বপূর্ণ কাজ
ভবিষ্যৎ সংখ্যা কমাতে
                                 সৎকার সমর্থনে সৎকার

আসলে             গোটাটাই পেরিস্কোপ-কাঠামো








প্রতি-ফিকশনাল্ স্নায়ুতন্ত্র

পানপাত্র ছেড়ে যাওয়া             স্নানাগার
উঁ কি ঝুঁ কি _______
বন্য গভীরতায়
                ঘড়ি-মুহূর্ত ~ ছোড়াছুঁড়ি সময়
                ভাসমান চাঁদ
                পতনশীল ~ দূর || সুদূর

প্রবণতাময় অপরাধগুলো
১মাত্র সাক্ষী ~ শাদা দেওয়ালের ফ্রেম