বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

আবদুস সালাম


আবদুস সালাম

ছিন্ন জিজ্ঞাসা

সহানুভূতির  সব রাস্তা এখন  বন্ধ
পৃথিবীর মানুষ খাঁচা বন্দী হচ্ছে ক্রমশ
হিংসামুখী সর্বনাশ গিলে নিচ্ছে দেশের মানচিত্র
সমাজ নির্ভর স্বাধীনতা জনপদে বেভুল
ধর্ম পতাকা উড়ছে মোড়ে মোড়ে

দলে দলে জড়ো হচ্ছে ধর্মপ্রাণ মানুষ
মেকি ধর্মাবতার বসে আছে অভিজাত‍্যের সতরঞ্জিতে
পাহারা দিচ্ছে বিভেদকামী ভাবনার আঁতুড়ঘর
বিবর্ণ আকাশে হারিয়ে যায় অবশ্যম্ভাবী কোলাহল

মানব বন্ধন আর মানব মিছিলে আঁকছে ছিন্নভিন্ন জিজ্ঞাসা







নপুংস

আকাশ কেঁদে চলেছে সারা রাত
তারারা খসে পড়ছে অজান্তেই
দুঃখের নিশান বয়ে আনছে হোটিটির দল
ভাগ্য দেবতা চোখে পট্টি বেঁধে বসে আছে

আলোর রোশনাই ভেসে চলেছে ভ্রান্ত আসকারা
অন্ধকারে গুমরে মরছে নির্বাসন দন্ড
মিথ‍্যের খাঁচায় আছে বন্দী হয়ে আছে স্বপ্ন
ভালোবাসার আকাশে বয়ে চলেছে মরুঝড়

সৌভাগ‍্যের বিছানায় শুয়ে আছে করোনা
হাওয়ায় ভাসছে মারণাতঙ্ক
সভ‍্যতার ক্ষত ধুয়ে দিচ্ছে রক্ত

মানবিক স্কুলে ছেলেদের আমরা পাঠায়না
আকাশের তারারা তাই কাঁদে
ফুলেরা ছড়ায় না সুবাস
আমরা নপুংসক হয়ে চলেছি দিন দিন।





 


লড়াই

এখন মৃত্যুকে উপভোগ করবো এসো
অসহ্য সময়
আত্মারা ক্রমশ পাথর হয়ে উঠছে দিন দিন

পেছোনোর আর জায়গা নেই
অনিচ্ছুক ফুটপাতে এঁকে দিচ্ছি মনস্তাত্ত্বিক
আত্মহত্যার ধূসর এস এম এস

চুড়ি পড়ে বসে থাকার সময় এখন নয়
অস্ত্র হাতে বিষম লড়াইয়ে নেমে পড়ো
মৃত্যু এখন পাহারা দিচ্ছে সমতল দ্বীপ







অসহিষ্ণুতা এবং

ড্রেনে ভেসে চলেছে   রক্ত আর পচামানুষ

বিদ্ঘুঁটে গন্ধে  জেগে আছে শূন্যতা
পচা লাশ উঁকি মারছে সভ‍্যতার আলোয়
বিধ্বস্ত পৃষ্ঠায় আঁকা হচ্ছে জীবনপঞ্জী

কালের স্রোতে পাহারা দিচ্ছে ধর্মমানুষ
মনুষ‍্যত্ব কেঁপে ওঠে নস্ট পাড়ায়
সাম্রাজ‍্য জুড়ে ডানা মেলেছে অসহিষ্ণুতা