নাসির ওয়াদেন
অপাপবিদ্ধ মায়া
উৎসাহকে হারিয়ে
ফেলেছি আমরা
কতদিন রোদ বাতাসে
ভেসে আসেনি
আমাদের শরীরে
অপাপবিদ্ধ মায়া
যে প্রস্তাব এসেছিল, ভাসিয়েছি জলে
কিছু বলতে গিয়ে
স্নিগ্ধতা হারিয়ে যায়
তখন আস্ত সূর্যোদয়ের
আলো ভাজছি
তুমিও আমার কলজে
ভেজে খেতে
যদি না দেখতে আমার
অপাপবিদ্ধ মায়া
মায়াকে বঞ্চনার
নিয়মে বাঁধছে প্রচ্ছায়া
ছায়ার ভেতর ঝুমুর
নৃত্য,গায় উড়ন্ত কায়া
প্রাকৃতিক অপ্রকৃতি
কে বলেছে মানুষেরা
সুখি নয়,
সুখ
জলের ভিতর ভাসে
নৌকার তলে
প্রেরণার হাওয়ায় পাল
তোলে মাঝি
মাঝি বড় অসহায় করোনা
করুণা
শত্রুর ডানা উড়ে
তোমার চারপাশে
আওয়াজ পাওয়ার আগেই
খসে ডানা
কীটপতঙ্গের সোনালি
পাতার ভেতর
কোন শক্তি লুকিয়ে
আছে প্রকৃতির বুকে
আঙুল দেখাও কোন
পৃথিবীকে,
নুব্জ
দৌড়ে
বিশ্বাস যায় অসুখী
অরণ্যের ছায়ার দিকে
অহংকারগুলো ম্লান, উড়ন্ত ভোরে শুধুই
উড়ে
যে আসে সেও চলে যাবে, জ্ঞান শূন্য, ফিকে
কলমিলতার গান
মারণ ভাইরাস ছড়িয়ে
যাচ্ছে দেশান্তরে
মানুষ সবাই হাঁপিয়ে
ওঠে বাঁচতে চায়
প্রকৃতির কাছে আমরা
শিশু যতই জ্ঞানী
সাবধানতা চেঁচিয়ে
ওঠে আলোর আগুন
ব্যস্ততা আমাকে
নিশ্চিত করেছিল কর্মে
উন্নতির ঢেউ এসে
থামে বুকের সাগরে
ডুবন্ত বিশ্বাস ডানা
মেলে উড়তে চাইছে
যেখানে দিগন্ত নতুন
চাঁদের বার্তা দেবে
কোন মহাশক্তি বলে
আজও সূর্য ওঠে
মৃত্যুভয় জীবনকে তাড়া করে প্রতিদিন
জীবন খুব সুন্দর তাই
প্রতি মুহূর্তে জৌলুস
রঙ বেরঙের মাছ হয়ে সাঁতার
কাটে
হলুদপাতা হয়ে ঝরে
পড়ে জীবনের রঙ,
ঠোঁটে
ঝরাপাতার শেষে
কলমীলতার গান হয়ে ফোটে