বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

বনশ্রী রায়



বনশ্রী রায়

পারাপার
         
  আবহমানকাল ধরে,
            পার করছি মানুষ ৷
  জানালার ওধার ৷ মেঠো আলপথ ৷
        একান্তে গাঙচিলের বাস ৷
  
  অগোছালো অলস দুপুর ,
                                 ছোট ছোট শ্বাস ৷
    খুঁজেছি আকাশ , উত্তপ্ত মাটির বুকে ৷

        জলছবির তুলিতে আঁকি,
             নির্বাসিত রাত্রিযাপনের ইতিহাস ৷
                 নিষিদ্ধ পারাপার ৷
                    দ্বন্দ্বহীন ঘাতক
                             ছুঁয়ে থাকা বসন্ত বাতাস ৷





এক রাতের গল্প

এক নির্বাক বাতিস্তম্ভের আলোয় ,
      স্বরবর্ণ, ব্যঞ্জণবর্ণের খেলায় মগ্ন কবি৷
                সুখস্বপ্নে বিভোর অস্তিত্ব ৷

প্রেমিক৷র কাজল কালো চুলছোঁয়া গন্ধে,
                    সুবাসিত  বাতাস ৷
     চরণছোঁয়া নরম মাটি জানান দেয়  গতিপথ ৷

        কবি মহাশূন্যে হাঁটছেন ৷

     অজান্তে অনামি ঘরের খবর আনল মেঘেরা ৷
        বিষণ্ণ রাতে জোনাকির আলো নিভে গেল ৷
    
         কবির চোখে জল ৷
          নীরবতা মুহূর্তে বুঝিয়ে দিল,
              ভালবাসা- তুমি প্রাক্তন ...






সাঁকোটা দুলছে

  যে নদীটার বুকে মাঝি
           ভাটিয়ালি সুর গায়,
             ঝিনুক খোঁজে মুক্তো ,

    যে নদীটার শ্রাবণধারায়
             তোমার শীতলতা ,
      একদিন তার কাছে এসো ৷
         নদীপাড়ের সোহাগ মাখো ৷
           জংলি বুনো ঘ্রাণে ভাসো ৷
          
       নদী দেবে উজাড় করে
          এক আঁজলা দেহজল,
                  তর্পণি  ফুল মুঠোয় ভরে ৷
                     দু পাড় সাঁকোর মধ্যখানে ৷